আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্য

কতদিন ভেবেছি, চলে যাবো দূরে... অারো দূরে যেখানে গোধূলী বেলায় কিশোরী চোখের কৌতূহল আর বিমুগ্ধ উচ্ছলতা নিয়ে অপেক্ষা করে ধ্রুব-তারা নীরব রাতের নিবিড় মায়ায় নিজেকে হারাতে; কখনো,ভেবেছি হবো নীরব ঝরনা ধারা, দূর সবুজ পাহােড় যেখানে মেঘ-মালা নিজেকে হারায়; কখনো বা হতে চেয়েছি নীল প্রজাপতি, কখনো বা ঘাস-ফুল, বিবিধ বর্নিল সব রংয়ে; হঠ্যাৎ র্ংধনু,তুমি এলে; নীরব ভাষায় শুধালে- 'কি চাই তোমার?' অমনি আমি হারালাম আমার গন্তব্য; হারালাম কুয়াশা সমেত আমার সমস্ত ঠিকানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।