সিতাকুন্ডের ধুসর মাটির সবুজ পাহাড়
সিঁড়িগুলো ধাপে ধাপে উঠে গেছে মন্দিরের পাদদেশ পর্যন্ত
আমার স্বপ্নগুলো তখন সবে কল্পনার সিঁড়িতে পা রেখেছে।
সিঁড়িটা উঠে গেছে অনেক উপরে, আকাশের কাছাকাছি
একটা অস্পষ্ট গন্তব্যে গিয়ে মিশেছে,
আমার স্বপ্নগুলো সেই অস্পষ্ট গন্তব্যের চাঁদর ছিঁড়ে
স্পষ্ট করে দেখতে চাইল সেই জায়গাটা।
কিছুতেই পারলনা
কিন্তু সে যে দেখবেই সেখানে কি আছে
এক অদম্য স্পৃহা তাকে তাড়িয়ে বেড়াতে শুরু করল।
তারপর কল্পনার সিঁড়িগুলো একে একে ভাংতে শুরু করল।
যতই সে উপরে উঠছে, গন্তব্যটা ততই যেন দূরে সরে যেতে থাকল
ক্রমশ আরো অস্পষ্ট হতে থাকল।
তবু তার উপরে উঠা থামে না।
.............................
এক সময় দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে
আকাশটা কেন যেন হঠাৎ ঘণ মেঘে ঢেকে গেল
ঈষাণ কোণে ঘন কালো মেঘ, ঝড় আসবে।
একটু আশ্রয় দরকার, একটু অবলম্বণ
চারদিকে তাকিয়ে দেখি কেউ নেই।
এত উচ্চতায় কি মানুষ থাকেনা?
ওইতো, ওইতো দেখা যাচ্ছে গন্তব্যের ফটক
ঘন কোয়াশার চাদরটা ধীরে ধীরে সরে যাচ্ছে
কিন্তু আমার পা আর উপরে উঠছে না কেন?
স্বপ্নগুলো এমন এলোমেলো হয়ে যাচ্ছে কেন?
নিজেকে এত বেশী একাকী লাগছে কেন?
একটা অবসন্নতা আমার জগৎটাকে ঘিরে ধরল।
অস্পষ্ট সেই গন্তব্যটা বুঝি অস্পষ্টই থেকে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।