আমাদের কথা খুঁজে নিন

   

দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট কখন?? কেন???

............ অনেক সময় আমাদের দাঁতে ক্যারিজ বা আঘাত জনিত কারনে দাঁতের স্তর ক্ষয় হয় কিংবা দন্ত মজ্জায় ইনফেকশন হয়ে থাকে তাতে অনেকসময় দাঁতের রুট ক্যানেল চিকিৎসার দরকার হয়ে পড়ে। রুট ক্যানেল চিকিৎসা কখন প্রয়োজন?? যখন আমাদের দন্ত মজ্জায় ইনফেকশন হয় তখন দাঁতে ব্যথা অনুভব, দাঁতের রঙ পরিবর্তন, দাঁতে বড় গর্ত, এমনকি দাঁত ভেঙ্গে যাবার সম্ভাবনা থাকে। যদি অল্প অবস্থায় চিকিৎসা না করানো হয় তাহলে দাঁতের গোঁড়ায় ও মাড়িতে পুঁজ জমে যা পরবর্তীতে দাঁতটিকে স্থায়ী ভাবে নষ্ট করে ভেঙ্গে ফেলতে পারে এমনকি ওখান থেকে আপনার মুখে ক্যান্সার হয়ে তা ছড়িয়ে পড়ে মৃত্যুও হতে পারে। সব ক্ষেত্রেই কি রুট ক্যানেল চিকিৎসা প্রয়োজন?? সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার দাঁতের condition কেমন তার উপর। অনেক সময় দেখা যায় ক্যারিজ শুধু মাত্র আপনার দাঁতের এনামেল বা ডেন্টিনের সামান্য অংশে ছড়িয়েছে সেক্ষেত্রে ওই অংশটুকু পরিষ্কার করে শুধু ফিলিং করে দিলেই চলে।

কিন্তু যদি দেখা যায় ইনফেকশন আপনার দাঁতের পাল্প বা দন্তমজ্জা পযন্ত ছড়িয়েছে এবং আপনি তীব্র ব্যাথা অনুভব করছেন অথবা এমনও হয় কোন আঘাতে আপনার দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হয়। রুট ক্যানেল চিকিৎসা কি?? মুলত এই চিকিৎসায় দন্তমজ্জা ফেলে দিয়ে দাঁতের মধ্যকার সমস্ত ইনফেকশন উপযুক্ত পদ্ধতিতে পরিষ্কার করে বিশেষ ধরনের ওষুধ দিয়ে ড্রেসিং দিয়ে দাঁতটিকে পুরাপুরি সিল করে বিশেষ ধরনের ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ফিলিং করে দেওয়া হয়। কি ধরনের পার্মানেন্ট ফিলিং সবচেয়ে ভালো? যেহেতু আমাদের সামনের দাঁতগুলো আমাদের সৌন্দর্য সহায়ক। এক্ষেত্রে বেশিরভাগই লাইট কিউর কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। বর্তমানে অনেক আধুনিক কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল রয়েছে যা আপনার দাঁতের রঙের সাথে মিলিয়ে ফিলিং করে দেওয়া হয়।

পিছনের দাঁতে সাধারনত অ্যামালগাম ফিলিং করা হয়। তবে আজকাল পিছনের দাঁতেও কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে যা অনেক ক্ষেত্রে গতানুগতিক অ্যামালগাম ফিলিং হতে অনেক উন্নত। রুট ক্যানেল ট্রিটমেন্টে কি ব্যাথা পাওয়া যায়??? আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে বেশীরভাগ মানুষ রুট ক্যানেল ট্রিটমেন্ট অপেক্ষা দাঁত ফেলে দেওয়াকে বেশী পছন্দ করেন। তার বেশীরভাগ কারনই হল ব্যাথার আতংক। অথচ মজার ব্যাপার হল রুট ক্যানেল ট্রিটমেন্টে ব্যাথা পাবার প্রশ্নই আসে না।

আপনার ডেন্টিস্ট যদি কাজ শুরুর আগে আপনাকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সঠিক ভাবে অবশ করে নেয় তাহলে আপনার কোন প্রকার ব্যাথা অনুভবই করার কথা না। বরং কারন ব্যাতিত দাঁত ফেলে দিলে পরবর্তীতে ওই জায়গার আশে পাশের দাঁত ফাঁকা হয়ে যাওয়া, কথা বলতে ও খাওয়া দাওয়া করতে সমস্যা সহ নানা রকম জটিলতার সৃষ্টি করতে পারে। রুট ক্যানেল পরবর্তী চিকিৎসা?? অনেকেই মনে করেন রুট ক্যানেল চিকিৎসায় পার্মানেন্ট ফিলিং দেওয়া হয়ে গেলেই সম্পূর্ণ ট্রিটমেন্ট শেষ। আসলে অনেকক্ষেত্রেই তা না। কেননা রুট ক্যানেল ট্রিটমেন্টে আমরা দাঁতের ভিতরের সম্পূর্ণ দন্ত মজ্জাটুকু বের করে ফেলে দাঁতটিকে মৃত করে দেই।

ফলে দাঁতটি তার স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় এবং দাঁতটি খুব সহজেই ভেঙে যেতে পারে। তাই আমরা দাঁতের উপর এক ধরনের কৃত্তিম মুকুট পরাই যেটাকে ক্রাউন বা ক্যাপ বলে। যা আপনার মৃত দাঁতের স্থায়িত্ব বহু বছর বাড়িয়ে দেয়। দাঁতে ক্রাউন কিভাবে করা হয়?? বর্তমানে ক্রাউন ম্যাটেরিয়াল হিসেবে সবচেয়ে বহুল ব্যবহৃত হয় পোরসেলিন ফিউসড মেটাল বা সিরামিক। রুট ক্যানেলের পর আপনার দাঁতটিকে সঠিক আকৃতিতে কেটে নির্দিষ্ট আকার দেওয়া হয়।

তারপর আপনার দাঁতের রঙের সাথে রঙ নির্ধারণ করে দাঁতটির সঠিক ছাপ নিয়ে সেটা ডেন্টাল ল্যাব থেকে ওই আকৃতির ও নির্ধারিত রঙের ক্যাপ তৈরি করা হয়। যা ওই দাঁতের উপর বসিয়ে বিশেষ ধরনের ডেন্টাল সিমেন্ট দিয়ে আটকিয়ে দেওয়া হয়। যদি আপনার ডেন্টিস্ট মনে করে আপনার দাঁতের উপরের অংশ অনেক বেশী ভাঙ্গা বা দাঁত অনেক দুর্বল সেক্ষেত্রে অনেক সময় দাঁতের গোঁড়ায় একটি মেটালের খুঁটি বসিয়েও ক্রাউন করা হয়। একে পোস্ট ক্রাউন বলে। এতে দাঁতটি আরও মজবুত ও দীর্ঘস্থায়ী হয়।

চিকিৎসা পরবর্তী দাঁতের যত্নঃ কোন বাড়তি যত্নের দরকার হয় না। নিয়মিত দুইবার সঠিক নিয়মে দাঁত ব্রাশ,মাড়ির যত্ন,আর নিয়মিত ডেন্টাল চেকআপ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।