আমাদের কথা খুঁজে নিন

   

হারানো দাঁতের খোঁজে

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
ঘটনাটা আমার এক বন্ধুর ক্লাসমেটের। সেবার ঐ বন্ধুর পুরো ক্লাস মিলে সার্কটুরে যাবে। তো ভার্সিটি বাস তাদের বর্ডার পর্যন্ত পৌঁছে দেবে। সকালে সবাই মিলে বাসে করে রওনা হলো। ছেলেটার নাম মনে নেই, তার সামনের একটা দাঁত দূর্ঘটনায় পড়ে গিয়েছিলো, তাই ওখানে একটা বাঁধানো দাঁত ছিলো।

বাসে সবাইকে নাস্তা আর পানির বোতল ধরিয়ে দেয়া হলো। বাস চলছে, ছেলেটা নাস্তা করে মুখের মধ্যে পানি নিয়ে কুলি করে বাসের জানলা দিয়ে বাইরে ফেললো। ফেলার পরই টের পেলো শুধু কুলি করা পানি না, সাথে সাধের বাঁধাই করা দাঁতটাও বের হয়ে গেছে । সাথে সাথে চিৎকার করে বাস থামানো হলো, ততক্ষণে বাস অনেকটা এগিয়ে গেছে। সবাই নেমে রাস্তার পাশে ঘাসবনে হারানো দাঁত খুঁজতে লাগলো ।

সেই দাঁত কি আর মেলে। এভাবেই ফোকলা দাঁত নিয়ে বেচারা ঘুরে আসলো পুরো ট্যুর, যাবতীয় ছবিতে ছেলেটার ঠোঁট দুটো ফিক্সড। নো স্মাইল এট অল ছবি কৃতজ্ঞতা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.