হযরত সালমান ফারসী (রাঃ) মদীনা শরীফের গর্ভনর ছিলেন, একবার বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কোন এক ব্যক্তি তাকে কুলী মনে করে ডাক দিল এবং মাল-পত্র বহন করে নিয়ে যেতে বলল। তখন তিনি সন্তুষ্ট চিত্তেই তার সামান উঠিয়ে রওয়ানা দিলেন। পথে মানুষ এ দৃশ্য দেখে হয়রান ও অবাক হয়ে গেল এবং বলতে লাগল, হে আল্লাহ! আমীরুল মুমেনীনের উপর রহমত করুন। হে আমীরুল মুমেনীন! সামানগুলো আমাদেরকে দিন। কিন্তু তিনি প্রত্যেক থেকে অস্বীকার করে সামনে এগুতে লাগলেন, সেই ব্যক্তি নিজের ভুল বুঝে নিতান্তই লজ্জিত হয়ে ক্ষমা চাইতে লাগল এবং অজ্ঞতা প্রকাশ করে বলতে লাগল যে, হযরত! আমি আপনাকে চিনি নাই। তিনি (রাঃ) বললেন, অসুবিধে নেই, চলতে থাক । সুতরাং তিনি তার মাল তার ঘরে পৌঁছে দিলেন। সে ব্যক্তি এত লজ্জিত হল যে, আগামী দিনের জন্যে ওয়াদা করে নিল যে, (জীবনে) কখনো আর কোন মজুর দিয়ে কাজ নেবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।