গ্রীসের এক স্ট্রবেরি খামারে অভিবাসী কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে গেলে সেখানকার একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালিয়ে ৩২ জনকে আহত করেছে। আহত কর্মীরা সকলেই বাংলাদেশি।
খামার মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত বাংলাদেশি কর্মীদের বেশিরভাগকেই প্রাথমিক শুশ্রূষার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এখনও সাতজন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন এখন তারা শঙ্কামুক্ত।
গতকালের (বুধবার) ঘটনায় আহত বাংলাদেশি কৃষি-শ্রমিক হারুণ তাঁর হাসপাতালের শয্যা থেকেই ঘটনার বিবরণ দিয়ে বিবিসি বাংলাকে বলেন, 'ছয় মাস ধরে আমরা মাইনে পাই নি, সেজন্য ধর্মঘট দিয়েছিলাম এবং আমরা ঠিক করেছিলাম কাজ করব না। '
তিনি বলেন এরপর প্রায় দেড়শ জনের মত কর্মী সেখানে সমবেত হলে মালিক পক্ষ সরাসরি তাদের উপর গুলি চালায়।
গ্রীসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলার জামাল হুসেইন বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি আহত বাংলাদেশি কর্মীদের দেখতে ওই এলাকায় গেছেন।
অ্যাথেন্স থেকে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন জানাচ্ছেন ঘটনাটি ঘটেছে পশ্চিম গ্রীসে অ্যাথেন্স থেকে ২৬০ কিলোমিটার দূরে নিয়া মানোলাদা এলাকায় পেলোপন্নেসিয়ান গ্রামের এক খামারে।
নিয়া মানোলাদা এলাকার কৃষি খামারে পাঁচ হাজারের মত বাংলাদেশি অভিবাসী কর্মী কাজ করেন।
ওই খামারের কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে জড়ো হলে খামারের একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালায় বলে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন।
ভার্দার হাসপাতালে চিকিৎসাধীন অভিবাসী কর্মীরা
খামারের মালিক এবং ওই ফোরম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং খামারের আরও দুজন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে বলেও বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন।
বিবিসি বাংলা- এখানে ক্লিক করে মূল স্টোরি দেখুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।