আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিভুজের প্রতি কর্তৃপক্ষের নিলজ্জ দালালী

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

সামহোয়াইনের প্রায় জন্মলগ্ন থেকেই আমি ছিলাম, তবে কতদিন আছি বলতে পারছি না। কারন এখন সামহোয়ার মানেই হচ্ছে একটা অসহ্য, ফালতু ওয়েবসাইট। তবুও প্রতিদিন আসি, কিছু একটা পড়ার আশায়, খুঁজে পাবার আশায়। বহুদিন পর আজ লগিন করলাম, অনেকটা অসহ্য বোধ থেকেই।

অনেকদিন হয়ে গেল এখানে, অনেক ব্লগারের বিরুদ্ধেই হয়তো কথা বলেছি, কিন্তু কোনোদিন কর্তৃপক্ষের বিরুদ্ধে কথা বলিনি। আজ মুখ খুললাম। ব্লগের আজকের এই পরিস্থিতির জন্য only and only কর্তৃপক্ষই দায়ী। এতো গালাগালি একদিনে কিংবা একমাসে কিংবা এক বছরে সৃষ্টি হয় নাই। প্রতিদিন একটু একটু করে বেড়েছে, আর আজ সীমা পার হয়ে গেছে।

সবখানেই কিছু ডিস্টার্বিং এলিমেন্ট থাকে, যাদের কাজই হল অহেতুক ঝগড়া লাগানো। তেমনই একটা হলো ত্রিভুজ। সামহোয়ারইনকে নিজ চোখে না দেখলে হয়তো ধরে নিতাম যে ত্রিভুজ সামহোয়ারইন এর কেউ। কিন্তু আমি জানি ত্রিভুজ সামহোয়ারইনের কেউ নয়। তাহলে কেন সে এত কর্তৃপক্ষের আস্কার পাচ্ছে, কেন তাকে অন্যদের মতো ব্যান করা হচ্ছে না, কেন সে একটা পর একটা গন্ডগোল লাগিয়ে যাচ্ছে আর কেউ তাকে কিছু বলছে না।

ধরে নিলাম, কর্তৃপক্ষের কাছে যত মেম্বার তত লাভ, কিন্তু আখের গোছানোর সাথে সাথে নিজেদের কি কোনো দায়িত্ববোধ নাই, এতটাই যদি দায়িত্বহীন হবেন তাহলে কেন বাংলা ভাষায় ব্লগিং এর প্রথম প্লাটফর্ম- এর দায়িত্ব নিতে গেলেন। একটু ত্রিভুজের ব্লগগুলোর দিকে তাকিয়ে দেখে রাজনীতি আর ধর্ম ছাড়া আর কোনো পোষ্টই নাই, ও মিষ্টি মিষ্টি কথা বলে পোষ্ট দেয় বলেই কি ধোয়া তুলসী পাতা হয়ে গেছে নাকি আপনারা ওর কাছে টাকা ধার করে খেয়েছেন। এখন ধার শোধ করছেন। আরিল, হাসিন ভাইকে সামনাসামনি দেখেছি, কথাও বলেছি। সবসময়ই একটা সম্মানবোধ কাজ করেছে, কিন্তু আর সেই সম্মানবোধকে ধরে রাখতে পারছি না।

নোটিসবোর্ডের পোষ্টে দেখলাম সমস্যা সমাধানের প্রচেষ্টা হাতে নেয়া হচ্ছে। কি আর সমাধান করবেন, হয়তো্‌ এক-দুই জন ব্যান হবে, দুই-তিনটা পোষ্ট ডিলিট হবে। এভাবে কতদিন সমস্যা সমাধান(!!!) করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.