আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... আসেন সবাই মিলে মিষ্টি খান।
আমি এতটাই নিলজ্জ যে এখন কিছুই আর আমার গায়ে লাগে না। যে যাই বলুক না কেন এমন ভাব করি দেখে মনে হয় কানে কুলুপ মেরে রেখেছি। আর শুনলেও এমন প্রতিবাদ করি যে, সব কিছু ঠিক আছে (আমি যা বলি, যদিও আমি জানি আমি বলছি তা ঠিক না, তারপর ও গায়ের জরো মানাবার আপ্রান চেষ্টা)।
কৌতুক হোক আর গল্পই হোক মা আর ছেলের কথা শুনেছিলাম---
"ছেলে বাজার থেকে দৌড়ে পালিয়ে এসে মা কে বলতে ছে, মা মা আজ বাবা কে বাজারের মধ্যে লোকজন ধরে মাইর দিছে, আমি কোন রকমে মান সম্মান নিয়ে পালিয়ে আসছি"।
আবার কোথাও এমন শুনেছি..
"অপমান তো অপমান, জুতা ছাড়া আবার তা কোন ধরনের অপমান" - যদিও তিনি থাপ্পর খেয়ে ফেলছেন।
যদি উপরোক্ত দুটো কথার ব্যক্তিদ্বয় সত্যিকার ভাবেই জানত কোন মান আর কোনটা অপমান তা হলে তারা এই ধরনের কথা বলত না। আর যখন বলেই ফেলছে তখন আমার তাদের কে বোকা প্রকৃতির বা বেকুব বলে থাকি। আর যদি এমন কাজ রাষ্ট্রের দ্বার সংঘঠিত হয় তাহলে কি বলব বুঝতে পারছি না।
আজ স্বন্ধার সময় প্রথম আলোতে ছাপানো জুলিয়েন্ট ফাউন্টেন এর সাক্ষাৎকার পরছিলাম ।
আর আবিষ্কার করলাম আমি মানে আমার জাতি আসলেই নিলজ্জ।
তাকে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের স্পম্পর্কে " পাকিস্তানে তো প্রায় প্রতিদিনই বোমাবাজি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে । ভয় করে না?
ফাউন্টেন - গতকাল (মানে ১২ই মার্চ) ঢাকায়ও আমি হোটেলের জানালা দিয়ে দেখেছি মানুষজন একে অন্যকে লাঠি দিয়ে মারছে। রাস্তায় দৌড়াদৌড়ি করছে। এখানেও প্রায় প্রতিদিন মানুষ মরছে, একে অন্যকে খুন করছে।
ঐদিন এশিয়া কাপ খেলতে আসা কোন দলই হোটেলের বাইরে যায়নি নিরাপত্তার করনে। দেশে এমন কি ঘটনা ঘটে গেল যে নিরাপত্তার এতই অভাব বোধ করল সরকার ??
আর জাতি হিসেবে যে আমরা বিদেশীদের কাছে কেমন তা হয়ত বা এক বিদেশীর কথায় কিছুটা হলেও প্রতিয়মান হয়েছে। এরকম হাজার ও বিদেশী এই সব দেখছেন...তাদের প্রতিক্রিয়া তো আর আমরা পাইনা।
তারপর ও আমাদের কোন অসুবিধা হয় না, তারপর ও আমারা বলব আমাদের দেশ সব সময় ঠিক মত চলে, আইন শৃঙ্খলা আগের চেয়ে অনেক ভাল।
তারপর ও আমরা বলব মানুস স্বাধীন দেশে স্বাধীন ভাবে বসবাস করে।
স্বাধীন দেশ, কিন্তু সাধারন মানুষ কতটা স্বাধীনতা পেয়েছে তাই একটা ???
আমরা কথা বলব না রাখার জন্য, এইটা নিয়ে কোন অনুশোচনা করব না।
তাই জাতি যখন নিলজ্জিত তখন এই জাতীয়তাবোধ এর কারনে আমি, আমরা সবাই নিলজ্জিত।
আমার ও বলতে ইচ্ছে করে ঐ বোক মানুষ এর মত - অপমান তো অপমান, জুতা ছাড়া কিসের অপমান। (যখন আমাকে জুতা দিয়ে মারা হবে তখনই কেবল আমি বলব এইবার মনে হয় আমাকে অপমান করার হীন ষড়যন্ত্র হচ্ছে। )
কিস্তু সুখের খবর হইল.....মানির মান আল্লহ রাখে।
কেউই আমাকে জুতা দিয়ে মারবে না।
তাই অসেন যেহেতু আমার মান আল্লহই রাখবে , তাইলে বুঝতে হবে আমি এমন কোন কাজ করি নাই যে আমি লজ্জিত হব।
যদি রাষ্ট বোকা প্রকৃতির না হয়,তাহলে রাষ্টের যে ক্ষতি হলো তার বিপরীতে রাষ্ট কি পেল?
যদি রাষ্ট কথা দিয়ে কথা না রাখতে পারে তাহলে কি রাষ্ট্র মিথ্যাবদী? আর সারাজীবন কি তাই থাকবে?
আমারা কি কোন বিদেশী কে প্রশ্ন করলে তার উত্তর শুনার পর নিজেই লজ্জিত হওয়ার জন্য অপেক্ষা করব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।