চূপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে।
এটার নাম আমি রেখেছি : Tiny (টাইনি)
কিছু কথা খরগোশ সমন্ধে :
খরগোশ (Rabbit/ Hare / Coney) Lagomorpha শ্রেণী’র LEPORIDAE গোত্রেরতৃণভোজী স্তন্যপায়ী। এই গোত্রের আরেক দল শশক (Rabbit) নামে পরিচিত।
খরগোশ দৌড়ের বদলে লাফিয়ে চলে। পৃথিবীতে শশক ও খরগোশ এর প্রজাতির সংখ্যা প্রায় ৪৪।
বাংলাদেশে দুই প্রজাতির খরগোশ আছে। খরগোশরা শিকারি জন্তুর
আক্রমণ থেকে বাঁচার জন্য দ্রুতগতি অর্জন করছে, ঘণ্টায় দৌড়াতে পারে ৮০কিলোমিটার (১ কিলোমিটার = ৩২৮০ ফুট)
Characteristics :এদের পিছনের পা সামনের পায়ের চেয়ে লম্বা, বড়-বড় চোখ,
কান লম্বা, এবং লেজ খাটো।
তাপমাত্রা (Temperature ) : এরা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না, সাধারণত। আর ১০ ডিগ্রি সেলয়াস এর কম সহ্য করতে পারে না , সাধারণত।
পুরুষ (buck) , খরগোশ স্ত্রী (Doe) খরগোশের চেয়ে আকার এ বড় হয়।
খাদ্য (Feed) :ঘাস, বুট, গাজর, কলমি শাক, গাছের পাতা, মিষ্টি বিস্কুট ।
শিয়াল, বেজী, বনবিড়াল , কুকুর এদের শক্র।
এই দুটোর নাম :
Charles Dickens and Charles Darwin
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।