যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!
দুই বছর আগে যখন ব্লগিং শুরু করি, তখন আমি ছিলাম মূলত কমেন্টার। শুধু কমেন্টই করতাম। প্রায় ১ মাস ধরে চলল শুধু কমেন্ট! তারও আগে ১ মাস শুধুই পড়তাম! এভাবে ২ বা আড়াই মাস পার হবার পর ব্লগ লেখা শুরু করলাম। যদিও লেখা লেখিতে আমি খুবই অনিয়মিত এবং এখন পর্যন্ত সেই ধারা অব্যাহত রয়েছে।
এই সময়ের মাঝে অনেকের সাথেই বেশ ভাল একটা সম্পর্ক হয়ে গিয়েছে। দেখা সাক্ষাত এবং আড্ডাও হয়েছে। আজকে একজনের কথাই বলব। আমাদের অতি প্রিয় এবং সুপরিচিত সাইফুর উরফে কচ্ছপ উরফে কাছিম!
আমরা একই স্কুলে ছাত্র, একই কলেজ, একই বিশ্ববিদ্যালয়, এমনকি দুজনের অনেক ক্লোজ কমন বন্ধু রয়েছে, বাসাও খুব বেশী দূরে নয় (চট্টগ্রামে), ....... ...... ......, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত তার সাথে একবারও দেখা করতে পারি নাই!
যাই হোক, অতিশীঘ্রই তার সাথে দেখা করার আশা রাখি।
ওহ...... কালকে ৩১ শে জুলাই তার জন্মদিন। (২ জনের জন্ম মাসও একি!)
হ্যাপি বাড্ডে কচ্ছপ...................
(আজকে ভাবছিলাম লম্বা চওড়া একটা পোস্ট দিব! কিন্তু দৌড়ের উপর থাকার করণে লিখতে পারি নাই! )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।