আমি বোকা খরগোশ,
বুঝি কম ডট্ কম।
একটুতে লজ্জায়,
লাল হই হরদম।
একটুতে মজা পাই,
একটুতে হাসি।
একটুতে কান্নায়,
মেঘ ধরে ভাসি।
গল্পতে মজা নিয়ে,
আড্ডাতে ঝোঁক।
ঘুরে ফিরে ভবখুরে,
রাত জাগে চোখ।
ঘুম জাগা তন্দ্রা,
স্বপ্নতে রাজা।
ছোট জীবনের থেকে,
খুঁজে নেয়া মজা।
একটুতে অভিমান,
দূরে সরে বসি।
একটুতে ফিরে এসে,
বলি ভালোবাসি।
তারপরে ছুটে চলা,
থেকে পাশাপাশি।
ছোট ছোট স্মৃতি গুলো,
ফেলে আসা খুশি।
কি হবে না হবে,
লাভ নাই ভেবে।
বোকা খরগোশ ঠিক,
মজা খুজে নিবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।