গত ২১ আগস্ট প্রকাশিত মুহম্মদ রেজাউর রহমান এর --চাকুরীজীবী, প্রবাসী ও ব্যবসায়ীদের জীবন চক্র এবং আমার খামার ভাবনা ... --এই লেখাটি সবার নজরেই এসেছে। আমরা যারা এসব ব্যাপারে কিছুই জানতাম না, তাদের এ লেখাগুলো বেশ উপকারে আসছে সন্দেহ নেই। রেজাউর রহমান এর ব্লগে প্রকাশিত উনার বিভিন্ন ব্যক্তিগত মতামত, ধ্যান- ধারনা, আইডিয়া, পরামর্শগুলো যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আমার মতে এই লেখাগুলো আমরা যতটুকু পারি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারলে আমাদের সবারই বেশ উপকার হবে।
সবার প্রথমে যেটি করা প্রয়োজন বলে মনে করছি, সেটা হলঃ রেজাউর রহমান এর পোস্ট টাকে স্টিকি করা, যেটা আমরা নিজেদের ব্লগ পোস্টের মাধ্যমে মডুদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে পারি।
এর মাঝেই আমরা কয়েকজন এটা করেছি। আপনারাও এগিয়ে আসুন।
দ্বিতীয়ত, এটিকে যদি টিভি বা অন্য মিডিয়ায় আরও ভালভাবে নিয়ে আসা যায়, তবে একসাথে অনেক মানুষকে এ ব্যাপারে পরিষ্কার ধারনা দিয়ে দেয়া যাবে। আমাদের মাঝে বিভিন্ন ব্লগার রয়েছেন, যারা বিভিন্ন টিভি মিডিয়ায় বা সংবাদপত্রের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। তাদের এ ব্যাপারে এগিয়ে আসতে বিশেষভাবে অনুরোধ করছি।
তৃতীয়ত, কোন ব্লগার যদি সময় থাকে তবে মুহম্মদ রেজাউর রহমান এর এলাকায় গিয়ে বিস্তারিত সবকিছু দেখে এসে একক বা ধারাবাহিক কিছু ছবি এবং তথ্যমূলক ব্লগ পোস্ট করেন বা কোন সংবাদপত্রে দেন বা ধারাবাহিক কিছু ভিডিও চিত্র তৈরি করতে সাহায্য করে সেটা ইউটিউব এ আপলোড করে দেন, তাহলে অনেকেই এই আইডিয়াগুলোর সাথে আরও ভালভাবে পরিচিত হবে। পাশাপাশি অন্যান্য ব্লগাররাও নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন আইডিয়া জেনারেশন বা রেজাউর রহমান এর বর্তমান আইডিয়া ডেভেলপমেন্টের জন্য লেখালেখি করলে খুবই ভাল একটা রেজাল্ট বেরিয়ে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
সবশেষে, আপনাদের যদি আরও কোন পরামর্শ থেকে থাকে, তবে এ ব্যাপারে এখানে আলোচনা করার অনুরোধ রইল।
আমরা আমাদের দেশকে নিয়ে প্রতিনিয়ত শুধু বেদনাভঙ্গের খবর শুনি, বেদনাহত হই। কিন্তু আর নয় ........আমরা আশার আলো দেখতে চাই, আমরা নতুন করে আবার স্বপ্ন দেখতে চাই।
দেশের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি যুবক স্বাবলম্বী হয়ে উঠুক, হয়ে উঠুক দেশ গড়ার স্বনির্ভর শক্তি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই প্রিয় বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবার এ উদ্যোগ তরান্বিত হোক, এই প্রত্যাশায় .... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।