আমাদের কথা খুঁজে নিন

   

সতীত্ব হরণ !! নাকি স্বাধীনতা হরণ???? না নাম না জানা স্ব্প্নদের ছুটি...........

সতীত্ব হরণ। প্রচলিত বাংলায় ধর্ষণ। অনেকের কাছে অনেক রসালো,তাই নয় কি?! একে যারা কারো সতীত্ব ভোগ করে আর দুই এ যারা কাহিনীটি কোন প্রিন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ হিসেবে উপভোগ করেন। একটু থামুন ! কি ভাবছেন আপনি তেমন না,নাকি এসব আবার বলার কি আছে? নাহ,আমি ও তা ভাবছি! আসলে একটু বলবেন কি আমি কি কোথাও বলেছি যে নারীর সতীত্ব হরণ? সতীত্ব মানে VIRGINITY. এটা কি শুধু মেয়ে মানুষেরই থাকে?যদি সতীত্ব নারী-পুরুষ ভেদে সবারই থাকে তাহলে আমাদের দেশে শুধু মেয়েদের সতীত্ব হরণ কেন হয়? নাকি আমাদের সমাজব্যবস্থায় শুধুমাত্র মেয়েদের সতীত্ব হরণ শেখানো হয়?বলি কি এটা তো শেখানো বা হাতেখড়ি দেয়ার মত কিছু নয়। তবে এমন কেন হবে যে শুধু নারীরা নাহ হল নাহ নারী,বৃদ্ধা,যুবতী,বালিকা,কিশোরী এমন কি ২/৩ বছরের বাচ্চা মেয়েও তার সতীত্ব হারাবে?তার এই শরীর কিছু বন্য পশুর শরীরের চাহিদার ক্ষুধা মেটাতে রাস্তার আবর্জনার মত ব্যবহার হবে? মেয়েরা তাদের সোনার ধন ঘুঘলা পাখিটারে জন্মের পর পরই সোনার খাঁচায় বন্দী করবে তাই না?তাহলেই আর হবে না সতীত্ব হরণ এই তো বলতে চান? আরে যারা এমন পশু তারা সোনার খাঁচার বাঁধা মানবে কেন?এই পশুর ক্ষুধা না মিটলে তো সে আরও ভয়ঙ্কর কোন নরপিশাচ হয়ে আপনার অথবা আমার ঘরে হানা দিবে।

একটা বাচ্চা মেয়ে বাইরে একটু বেরোবে আজকের এই পশুত্বের সমাজে তাও দিলো না। সে তার ছোট্ট পৃথিবীতে কত ছোট ছোট স্বপ্নে রঙ আর তুলিতে রাঙ্গায়,সাজিয়ে রাখে তার বাবা=মাকে দেখানোর জন্যে। কেউ কি সেই ধর্ষিত বাচ্চা মেয়েটির সেই স্বপ্নটির কথা একবার খুঁজে দেখেছেন?কোথায় হারায় তার সে রঙ্গিন স্বপ্নটি! না হয় পশুদের চোখ থেকে পার পেয়ে একটু বড়ই হল ! তবে কি তার রক্ষা আছে? জীবনে প্রতি মুহূর্তে তার শরীরকে পশুদের হাত থকে বাঁচিয়ে রাখার কি অমানুষিক যন্ত্রণার যুদ্ধ ! কি দেয় এই সমাজ একটি মেয়েকে? প্রতিনিয়ত একটা ভয়,একটি থাবার, বিকৃত মানুষের ক্ষুধার থাবা ! মেয়েরা তাদের জন্মের সাথে সাথে স্বাধীনতা হারায় না মায়ের গর্ভে দাফন করে আসে। মেয়েরা তাদের এই বন্দী দশা দেখে প্রায়ই বলে আমার জন্ম নেওয়াটাই আজন্ম পাপ। কি ক্ষতি করে তারা আমার বা আপনার? আপনার মেয়েকে আপনার ছেলে সন্তানটিকে যেভাবে মানুষ করছেন ওভাবে করুন।

আপনার স্ত্রীকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে দেখুন,আপনার মা আপনার বাবার মতই আপনার স্নেহ আর সম্মানের পাওনাদার,তাঁকে তার যোগ্য সম্মান দিন। আপনার বোনটিকে তার মত প্রকাশের অধিকার দিন। মেয়েরা তাদের স্বাধীনতা হারাবে কেন??তারা কি সৃষ্টিকর্তার সৃষ্ট নয়?নাকি আল্লাহ তাদের অধিকার হরণের জন্যে পুরুষদের এই ধরাতলে পাঠিয়েছেন?যেহেতু এগুলো কোনটি নয় তবে তাদের আরেকটি মানুষের মত দেখুন,তাদের মত প্রকাশে স্বাধীনতা দিন,তাদের সম্মান দিন। আপনার সম্মানের থলি কমবে না বইকি বরঞ্চ বাড়বে। আপনি চর্চা করুন,আপনার সন্তানও করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.