আমাদের কথা খুঁজে নিন

   

সতীত্ব বাচানোর চেষ্টা! এই ঘটনার সাথে আপ্নারা কতটুকু পরিচিত?

Never reject a day in your life. Because: Good Day gives you happiness and Bad Day gives you experience.

ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে শোনা. সে মাঝে মাঝে যেত বনানীর চেয়ারম্যান বাড়ির fancy হোটেল।.অন্যান্য দিনের মত সেদিন সে গিয়েছিল. গিয়ে দেখে ঘটনা অন্যরকম. মেয়ে তার হাত-পা ধরে অনুরোধ করে তার ইজ্জৎ নষ্ট না করার জন্য. এরপর সে তার পুরো ঘটনা বলে. তার এলাকার এক পরিচিত লোক ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর কথা বলে নিয়ে আসে. তাকে একটি রুম এ রাখা হয় এবং বলে যে কিছুক্ষন পর লোক আসবশ। যখন ছেলেটি যায়, রুম এ ঢুকে জামা খোলা শুরু করে তখন মেয়েটি বলে আপনি না আমাকে ভর্তির ব্যাপারে সাহায্য করবেন, জামা খুলছেন কেন"?তখন ছেলেটি বুঝতে পারে ঘটনাটা কি. মেয়েটিও কাকুতি মিনতি করে. ছেলেটি তখন বলে দেখো আমি স্টুডেন্ট মানুস, tuition e করে যে টাকা পাই তাই দিয়ে আমি মাসে একবার এখানে আসি. তখন মেয়েটি ছেলেটির হাত-পা ধরে কান্না কাটি করে বলে তার সতিত্ব বাচানোর জন্য! ছেলেটি তখন বের হয়ে গেলে বাইরে দাড়ানো দালাল তাকে প্রশ্ন করে'কি ভাই কোনো সমস্যা? আবার যাবেন? ছেলেটি বৃথা চেষ্টা করে মেয়েটিকে বাচানোর. বলে ভাই মেয়েটা নতুন বাবা-মা ছেড়ে আসছে তাকে দিয়ে এই কাজ করবেননা. ছেড়ে দেন. সঙ্গে সঙ্গে ম্যনেজার বলে আপনার টাকা নিয়া যান। ছেলেটি case এর কথা তুলে আরো অপমানিত হয়. বুঝতে পারে তার সীমাবদ্ধতা. সে তখন বের হয়ই যায়. যেতে যেতেই দেখে মেয়েটির রুম এ অন্য দুটি পতিতা ঢুকে পরেছে. আর কিছুক্ষণ পর চিৎত্কার... ----ঘটনাটি এখানেই শেষ!. আসলেই কি করতে পারত ছেলেটি? কারো কোনো advise থাকলে জানাবেন. বিদ্র: এটি কোনো কল্পিত ঘটনা নই বিধায় শেষ অংশটুকু tragic মনে হতে পারে! ঘটনাটির কোনো ভালো ফিনিশিং ও দিতে পারলাম না সময়ের কারণে তাই দুঃখিত. ঘটনা শোনার পর আমিও চাইছিলাম আমার পরিচিত powerful কাঊকে জানাতে. কিন্তু বন্ধু বলল ধর্ষন case এ নাকি তাকেই ফেলে দেবে!!! এতটাই শক্তিধর এসব দালালেরা! (written by rochito) -----------***------------------ 4m http://www.opest.net/rochito

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.