ঝরা বকুলের কান্না....... এলেম নতুন দেশে। আমি নতুন, তবে দেশটা নতুন না। অনেক পুরাতন। বাংলাদেশের বাংলাভাষায় এটাই নাকি প্রথম ব্লগ সাইট। আমার চেনা জানা অনেক মানুষ আছেন যারা কখন এই ব্লগে কিছু লেখেন না, মন্তব্যও করেন না।
কিন্তু নিয়মিত পড়েন এই ব্লগ সাইটের প্রতিটা পোস্ট। আমি সবসময় পারিনা পড়তে, তবে মাঝে মাঝে আসি। টুকটাক লেখার অভ্যাস আছে। তাই ইচ্ছে হল লিখতে। কিন্তু ধাক্কা খেতে হয়েছে প্রথমেই।
নাম নিয়ে। যে নামে অগ ইন করার ইচ্ছে ছিল সেই করতে পারি নাই। আফসোস!! যাইহোক নিজের নামেই তাই পরিচিত হতে চাই।
এই লেখাতো আর প্রথম পাতায় আসবে না। এটাই আমার প্রথম পোস্ট।
যাই লেখার আনন্দ লেখার মাঝেই। কেউ পড়ে মন্তব্য করলে হয়ত একটু উতসাহ পাওয়া যায়। কিছু লেখার পরে ইচ্ছে করে কেউ লেখাটা পড়ে মন্তব্য করুক। তাই আশা রাখি কেউ পড়বেন এই লেখা প্রথম পাতায় না আসলেও।
আর কী? ভাল থাকেন সবাই...শুভ কামন রইল সবার জন্য...নিজের জন্যও!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।