আমাদের কথা খুঁজে নিন

   

এলেম স্বপ্নের দেশে, বাঁধ ভাঙ্গার বিস্ময়কর আয়োজনে .....

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

সামহয়্যার ইনব্লগ-এর "বাঁধ ভাঙ্গার আয়োজন"-এ প্রথম লিখতে বসার মুহূর্তটা আমার কাছে স্বপ্নের মতোই খুব বিস্ময়কর একটা ব্যাপার। হ্যাঁ, স্বপ্নই বটে। যখন পত্রিকায়, লিটল ম্যাগাজিনে দু'একটা লেখা পাঠাতাম, সেটা ছাপার অক্ষরে দেখার জন্য আগ্রহভরে অপেক্ষা করে থাকতে হতো অনেকদিন। আর এখন? এখনকার বিষয়টা একেবারেই অন্যরকম। আপনাদের যার যখন ইচ্ছে লেখা পাঠাচ্ছেন, আর সরাসরি তা সংযোজিত হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর ডিজাইনের ব্লগ-এর পাতায়।

আর শুধু কি তাই? রেটিং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে আপনারা জেনে যাচ্ছেন কার কাছে কেমন ভালো লাগলো আপনার লেখাটা। সত্যি! চিন্তাই করা যায়না বিশ্বব্যাপী তথ্য-প্রযুক্তির ক্রমাগত উন্নয়ন আমাদের পারস্পরিক যোগাযোগ ব্যবস্থায়, আমাদের ভাবনা-চিন্তা ও মত-বিনিময়ের শাশ্বত আকাংখার মাঝে কী বিশাল ভয়াবহ বিপ্লবই না ঘটিয়ে দিচ্ছে। চোখের পলকে এখন আমরা শেয়ার করে ফেলছি অন্যের অনুভব, 'যারে পাখী তারে গিয়ে বলনা' বলার আগেই একজনের মেইল গিয়ে জমা হচ্ছে অন্যের ই-মেইলের ইনবক্সে। সৃস্টির বর্ধনশীল এসকল কারিগরী-রহস্যময়তার মধ্যে স্রষ্টার অনন্য কৃপা-কে, প্রযুক্তির এ অসাধারণ অবদান-কে আমরা অনেকেই ঠিক সঠিকভাবে, কৃতজ্ঞতার সঙ্গে উপলব্ধি করতে পারিনা। এটা ঠিক নয়।

কোন সৃষ্টিশীল কাজই বোধহয় অত সহজে, কারো না কারো " ডেডিকেটেড ডিভোশন" তথা স্বার্থহীণ ত্যাগ ছাড়া হয়না। তাই আমি শুরতেই, আমার প্রথম লেখাতেই -সামহয়্যার ইন ব্লগের নেপথ্যের 5/7 জন ডেডিকেটেড পারসনকে আমার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাতে চাই। নোটিশবোর্ডের নতুন পুরনো সব নোটিশের মধ্যে লুকিয়ে আছে কিভাবে কয়েকজন স্বপ্নচারী মানুষের তিল তিল প্রচেষ্টা আর পরিশ্রমের মধ্য দিয়ে ধীরে ধীরে আপডেট হয়েছে এ সাইট। সত্যি, প্রাণভরে ইচ্ছেমতো ব্লগব্লগানির এ অনন্য সুযোগ- আমাকে ভীষণভাবে চমৎকৃত করেছে। সাগরের মতো বিস্তৃত বিশাল ক্ষেত্র জুড়ে মনখুলে লিখতে পারার অসীম উৎফুল্ল আনন্দে আমি পুলকিত, উদ্বেলিত।

একারণেই হয়তো একসঙ্গে লিখে ফেলতে ইচ্ছে করছে অনেককিছু। আমার সকল আনন্দ, অনুভব আর উপলব্ধিকে মিশিয়ে দিতে ইচ্ছে করছে অন্যান্য ব্লগার বন্ধুদের মাঝে। এ কদিন এ সাইটে বেশ কয়েকজনের লেখা পড়লাম। ভালো লিখেছেন অনেকেই। অনেকের লেখার মধ্যেই জানার মতো নতুন তথ্যও পাচ্ছি।

এদিকে একটানা বৃষ্টি হচ্ছে কদিন। সারাটা শহর জুড়ে অক্লান্ত, অঝর বৃষ্টি। আর এইতুমুল বৃষ্টির মধ্যে সকালের শ্বেত-শুভ্র মায়াবী আলোয় এতো চমৎকার দৃষ্টিনন্দন একটি সাইটের মধ্যে ঢুকে নিজের মাতৃভাষায় লেখা কিছু অসাধারণ লেখা পড়ছি- এবং নিজেও কিছু লেখার চেষ্টা করছি..... এটিকে আমি 'পরাণের গহীণ ভিতরে' দীর্ঘকাল লালিত এক অবিশ্বাস্য স্বপ্নের "সহসা-সুন্দর বাস্তবায়ন" ছাড়া কী আর ভাবতে পারি? (আমার ব্লগ পাতার শিরোণামে রবীন্দ্রনাথ ঠাকুরের -"আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে.....তোমার ভাবনা... তারার মতন রাজে " শীর্ষক গান এর প্রথম লাইনের অংশবিশেষ ব্যবহার করেছি। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.