আমাদের কথা খুঁজে নিন

   

এলেম ব্লগারবৃন্দ সমীপেঃ দয়া কৈরা বুঝাইয়া কন...?

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........
আম্গোর ঢাকা শহরের লোকাল, সেমি লোকাল, লোকাল সিটিং, ফুল সিটিং, কাউন্টার....... এই ধরনের বিবিধ এবং বিচিত্র বাস সার্ভিসে বাসগুলার জানালার গায়ে নানান পদের রঙচঙা স্টিকার দেইখা আমরা মোটামুটি সবাই অভ্যস্ত। যেমন: রবিন হোমিও....... কলিকাতা হারবাল.... ইত্যাদি। এইগুলার বেশিরভাগের ঠিকানা মোটামুটি সায়েদাবাদ, যাত্রাবাড়ী, শনির আখড়া এই সব এলাকায়। তো গত পরশুদিন সকালে ১২ নম্বর বাসের জানালায় একটু ভিন্ন পদের নিচের স্টিকারখানা দেখলাম- ওইটার বাম পাশে আরেকটা স্টিকার (এইটারও ফটুক আছে কিন্তুক বিশেষ কারনে দিলাম্না) আছিলো যেইটাতে লেখা আছিলো- "দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাসিলের জন্য মুজাদ্দিদে আজম এর ছহবতে আসা মুসলমানদের জন্য ফরজ ------- প্রচারে: ছাত্র আঞ্জুমানে আল-বাইয়্যিনাত। মোবাইল নং- ০১৭১...." আমি নাদান মানুষ বিধায় গত দুইদিনেও উক্ত স্টিকারদ্বয়ের মাজেজা বুঝতাম্ফারিনাই হেল্লিগা সা.ইনের এলেম ব্লগারবৃন্দের কাছে জিগাইলাম। দয়া কৈরা বুঝাইয়া দেন....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.