আমি ভাল নেই কে তুমি মেয়ে চাইলে পদ্য "ছ্যাঁকা" নামের এই হাতে ? কিন্তু যে মেয়ে তা কেনরে কোন সে গোপন বেদনাতে ? আসলই তোর খুব প্রয়োজন, নাকি খেলা ? এমনিতে খেলা শেষে মাটির পুতুল ভাঁঙ্গে শিশু যেমনিতে । তোমার হিয়ার গভীর তলে কার লাগিরে মন কাঁদে ? কোন্ সে রাজা ? পড়লি ধরা তার সে কঠিন দিল্ ফাঁদে ! কোন্ সে নিঠুর ? যার বিরহে কাঁদছে হৃদয় একটানা, কেমন যাদুর শক্তিতে সে তোর হৃদয়ে দেয় হানা ? এখনও কী বুঝলিনা তুই কোন্ সে জিনিস-নাম "ছ্যাঁকা"? যে বেদনায় সাঁঝের প্রদীপ জ্বালায় ব্যাথী রোজ একা । (দশম শ্রেণীতে অধ্যয়ন কালে এক ষোড়শীর অনুরোধে "ছ্যাঁকা" নামক এই কবিতাটি লিখেছিলাম।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।