আপাতত শীতনিদ্রায় নাই।
চাইয়াছিলাম তোকে নিয়ে
বাঁধতে সুখের ঘর,
তুই বললি, ঐ বেটা,
দূরে গিয়া মর।
কইলাম আমি, চিনলিনারে
কে বা আপন পর,
একদিনতো হাতটা রাখতে হইবো
এই হাতের উপর।
বললি তুই, করিসনারে
এত সখের গড়,
আমার জন্য বইসা আছে
কত পাত্র-বর।
বুঝলাম আমি, থাকবি তুই
অনেক বেশি সুখে,
কেন তবে ঠেইল্যা দিলি
প্রেম অনলের কুপে।
এখন আমার দিন কাটে
চেয়ার-টেবিল বাসে,
রাত্রি বেলা বইস্যা থাকি,
ছাঁদ বা মাঠের ধারে।
তোরা লাইগ্যা আমার লাইফের
ভিশন হইল লস্ট,
জানি আমি ভাত পাইবো না
আমার ব্লগের পুস্ট।
-বুড়ো ভালুক(অতিরঞ্জিত আত্মোপলব্ধি থেকে)
২০ মার্চ, ২০১০।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।