আমি বাংলাদেশের একজন গর্বিত দালাল।
মর্জিনা,
সন্ধ্যা হলে বাঁশের ঝাড়ে হত মোদের দেখা
সেসব কথা ভুলে তুমি দিলে আমায় ছ্যাঁকা।
তোমার সাথে প্রেম করিলাম আড়াই বছর ধরে,
সেসব কথা ভুলে তুমি উঠলে অন্যের ঘরে।
কথা ছিল সাথী হব দুজন দুজনার,
দূরে চলে গেলে তুমি ফিরলে না তো আর।
তোমায় নিয়ে আশা ছিল বাঁধব সুখের বাসা,
সেসব কথা ভুলে তুমি দিলে আমায় ঘষা।
ঘষার চোটে চামড়া আমার চলে গেল ছুটে,
তাইতো দেখে তুমি তাতে লবন দিলে ছিটে।
আময় ফেলে তুমি চলে গেলে লন্ডন,
তোমার চিন্তায় আমার মাথা খালি করে বনবন।
বুঝলাম আমি আমার প্রতি তোমার ছিলনাকো টান,
আমার মাথায় বাজে এখন শুধু একটা গান।
ফুরুখালর তুমি অখন অতো বড় অইছ। ,
আমারে সিলেট ফালাইয়া লন্ডন তুমি রইছ।
তোমায় আমি বলতে পার ভুলি কেমনে,
লন্ডন গিয়ে তোমায় আমি দেখে নেবনে।
আশায় আছ লন্ডন যাব,
প্রতিশোধ আমি নেবই নেব।
--বল্টু।
বি:দ্র; শিঘ্রই আসছে বল্টুর নতুন কবিতা থুক্কু চিঠি- ছ্যাঁকা খেয়ে লন্ডনে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।