বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।
ভাই, আমি একজন ছ্যাঁকা বিশেষঞ্জ। অনেক বন্ধুর ছ্যাঁকার বেদনাদায়ক গল্প শুনেছি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ছ্যাঁকা খেয়েছি। আমি অনেক গবেষনা করে দেখলাম ৮০ ভাগ ছ্যাঁকাই ঠিক পরীক্ষার আগ মূহুর্তে ঘটে এবং পরীক্ষায় ভাল একটা বাঁশ খায়।
আজ কিছু বন্ধুর ছ্যাঁকার কারন ব্যাখ্যা করছি,
জনৈক জাহাঙ্গীরনগরের এক বন্ধুকে প্রশ্ন করলাম, দোস্ত তোমার র্গাল্ড ফ্রেন্ড চলে গেল কেন? দোস্ত বিশ্বাস কর আগে সব খাইতাম, ভাল মন্দ সব কিছু, কোন কিছুই বাদ দিতামনা। আমার জাদু করছে, আমি আস্তে আস্তে সব ছেড়ে দিছি, বিশ্বাস কর সিগারেটটা পর্যন্ত ছেড়ে দিছি। আমারে ফেরেস্তা বানাইল। কোন কারন ছাড়া সে চলে গেল। ইস কত কষ্ট! এখন তুই কি করবি? ক্যান গ্যাঁজা খামু।
জনৈক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুকে প্রশ্ন করলাম, দোস্ত তোমার র্গাল্ড ফ্রেন্ড চলে গেল কেন? দোস্ত ৭ বছরের ভালোবাসা। জীনবে কখনো কল্পনাই করি নাই সে আমাকে ছেড়ে চলে যাবে। অনেক ভালোবাসতাম মেয়েটাকে, কতযে রোমান্টিক মুহুর্ত পাড় করছি। কখনও র্গাল্ড ফ্রেন্ড মনে করি নাই, সব সময় বউ ভাবতাম। আজ সে আমাকে বলে আমি তোমাকে মায়া করছি।
তোমার প্রতি আমার মায়া আছে ভালোবাসা নেই।
জনৈক ঢাকা কলেজের এক ছোট ভাই, তোমার র্গাল্ড ফ্রেন্ড চলে গেল কেন? ভাই আমার র্গাল্ড ফ্রেন্ডতো চলে যাই নাই, আমিই চলে আইছি। তাহলে কি হইছে?!? তার একটা বয়ফ্রেন্ডে পোষায় না। সে আমাকেও চা্য়, আবার ওকেও ছাড়তে পারবে না।
জনৈক আই.ইউ.টি এক বন্ধুকে প্রশ্ন করলাম, দোস্ত তোমার র্গাল্ড ফ্রেন্ড চলে গেল কেন?আমি অনেক পড়াশুনা করছি, জানি আমার ভবিষ্যত ভাল কিন্তু আমেরিকান সিটিজেনশিপের কাছে হেরে গেলাম।
দোস্ত, সে আমাকে ভালোবাসে কিন্তু সে অপেক্ষা করতে পারলনা। সে তার বাবা-মার পাত্রকে মেনে নিলো।
এবার শুনেন আমার ছ্যাঁকা খাবার ঘটনা। ৪ বছর ধরে একটা মেয়েকে ভালোবেসে, তার কাছ থেকে একটা সার্টিফিকেট চাইছি। জীবনে একটা বার স্বীকার কর তুমি আমাকে ছ্যাঁকা দিছো, প্লিজ।
অসম্ভব, আমিতো তোমাকে কোন দিন ভালোইবাসি নাই। ছ্যাঁকা দেওয়ার তো প্রশ্নই উঠেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।