আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যের রঙ ফিকে হয়



সূর্যের দিকে দেখিনা আর এবং তোমার দিকে সূর্যের মতোন তুমি কিংবা তোমার মতোন সূর্য গড়ায়__ হেলে পড়ো__ ডুবে যাও, কত কিছু লিখে__ আবার রাত্রি বেলা হারাও__ কোথায় । বেলা পড়ে গেছে, তুমি যেন ধকলে বিকল পতিত ভূমির মতোন__বন্ধ্যা জীবনে আসে সন্ধ্যা। তুমি আজ নেতিয়ে পড়েছো__ অত্যধিক ভোজনে সূর্য ফিকে হয়েছে অত্যধিক বিকিরণে আমি নুয়ে গেছি অত্যধিক রমণে। এভাবে সবকিছু হলুদপাতা হয় তবু মানুষ বুক ফুলে মাথা উঁচু করে হাঁটে__অকুতোভয়। ২৯.০৭.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।