মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! ভার্শন - ০১ তুমি আমায় মানুষ বলছো? আমি তো মানুষ না, মানুষ রুপী পশু ! তুমি যাকে ভালোবাসা বলছো, সেটা মোটেই ভালোবাসা ছিল না ! সেটা ছিল নিতান্তই- পশুর ক্ষুধা নিবারণ! তুমি বড্ড বোকা, আসলেই ! তুমি বড্ড বোকা ! তুমি কামনা আর ভালোবাসার- তফাৎটাই বুঝলে না এখনও ! কামনার উৎপত্তি মগজ থেকে, আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র ! আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন । যেদিন তোমায়- হৃদয় দিয়ে ভালোবাসতে পারবো, সেদিনই আমায় মানুষ বলো ! -------------------------------------------------------------------- ভার্শন - ০২ আমি আমায় মানুষ বলবো? তুমি তো মানুষ না, তুমি মানুষ রুপী পশু ! তুমি যাকে ভালোবাসা বলছো, সেটা মোটেই ভালোবাসা ছিল না ! সেটা ছিল নিতান্তই- পশুর ক্ষুধা নিবারণ! আমি বড্ড বোকা ! কারণ? আমি তোমায় ভালোবেসেছিলাম ! তুমি কামনা আর ভালোবাসার- তফাৎটাই বুঝলে না এখনও ! কামনার উৎপত্তি মগজ থেকে, আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র ! আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন । যেদিন আমায়- হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে, সেদিনই তোমায় মানুষ বলবো ! - একজন আরমান ৩০/০১/২০১৩ রাত ০৯:৫১:৪৩ সাইট লিংক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।