আজকে রমজান শেষ হচ্ছে। আর কিছুহ্মণ পরেই নতুন চাঁদ দেখা যাবে। কালকে ঈদ। এলাকার ছেলেরা আনন্দ প্রকাশের জন্য বাজি ফোটাচ্ছে। আমার মনটা কেমন জানি খালি খালি করতেছে।
কালকে ঈদ, সবার সাথে দেখা হবে, মজা হবে। কিন্তু গত কয়েক বছরের চেয়ে এবার মজাটা অনেক কম। ৩ বছর আগ পর্যন্ত সকালে উঠে প্রথমে দাদুর সাথে পুকুরে গোছল করতাম। দাদু গোছল করার নিয়মটা ভালমত বুঝিয়ে দিত। সবার সাথে গোছল একটা উত্সবের মত।
এখন পুকুর নেই, দাদুও নেই। চার দেওয়ালে ঘেরা ঘরে শাওয়ারের নিচে দাড়িয়ে একাকী গোছল। ২ বছর আগ পর্যন্ত বাড়ির সবার কাছ থেকে সেলামী নিয়ে আমি, চাচাতো বোন মিষ্টি আর ভাই প্রান্তিক ঘুরতে বের হতাম। এখন মিষ্টি নেই। ঈদের দিনটা আগে পরিবারকে দিতাম, এখন বন্ধুদের দিই।
গত বছর পর্যন্ত ঈদের পরদিন আমরা নানুবাড়ী যেতাম। খালাতো ভাই বোনরাও যেত। আম্মুরা ৭ ভাই বোন। সবাইকে একসাথে পেয়ে নানুর চোখেমুখে কি আনন্দ। আর আমরা নানুর কাছে কত রকম আবদার করতাম আর তা পুরণ হত সাথে সাথেই।
এ বছর নানু নেই। এবারও নানু বাড়ী যাব, নানু ছাড়া কেমন লাগবে জানিনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।