আমাদের কথা খুঁজে নিন

   

হারানোর নয়

আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........

আমি বছর দুয়েক ধরে চশমা ব্যবহার করি। কিন্তু প্রায়ই আমি আমার চশমা হারিয়ে ফেলি। আবার পেয়েও যাই । কোথাও গেলে চশমা খুলে রাখলেই আর মনে থাকে না ।

মনে পড়ে ওখান থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর। তবে বেশি সমস্যা হয় মসজিদে অযু করতে গিয়ে যদি খুলে পকেটে না রাখি । পরে মসজিদের খাদেম বা মোয়াজ্জিন সাহেবের কাছ থেকে নিয়ে আসি। বেশির ভাগ সময় মনে হয় আর হয়ত পাবনা,কিন্তু পেয়ে যাই । গতকাল একটা কাজে গিয়েছিলাম মেডিনোভায়।

মাগরিবের নামাজ পড়ার জন্য অযু করতে গিয়ে যথারীতি ফেলে আসি । জিগাতলায় এক বন্ধুর বাসায় গিয়ে মনে পড়ে যে চশমা নাই। এবার তো আশা একেবারেই ছেড়ে দিলাম। তারপরও ফেরার সময় গিয়ে দেখি 'নাহ যায়গা মতই আছে' । এই জিনিস মনে হয় হারানের নয় ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।