আমাদের কথা খুঁজে নিন

   

সব হারানোর এসেছিল সময়

মানুষের জীবনের ঢের গল্প.......

জানি না কেন কাল দ্বিতীয় বারের মত আমর পোষ্ট পুরাই গায়েব। পিক দিয়ে সংরক্ষন দেওয়ার সাথে সাথে নাই। কোন সমস্যায় গিয়ে ক্লিক করার পর খাইলাম ডিসি। সময়টাই খারাপ যাচ্ছে আমার খুব। অন্য রকম ভাললাগার ছন্দ গুলো সব বড্ড বেসুরো বাজছে । আমার জীবন থেকেই সব মানুষ গুলো ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। এভাবে আর কত দিন??? যাই হুক পোষ্ট টা আবার দিলাম। আজ আয়নায় দেখি চোখ ছলছল করে মোর কি ব্যাথা মনে অজান্তে বেজেছিল ভাঙ্গনের সুর কোথায় কিভাবে কখন জানি না সব হারানোর এসেছিল সময় সব বদলে ঘেল এক নিমিষে দুঃসহ যন্ত্রনা অমানিষার মত দুর্বিসহ সময়............ আসে না কেন সুদিন থামবে কি এ মনের ঝড়????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।