আমাদের কথা খুঁজে নিন

   

হারানোর ভুল

যেথায় পড়শী বসত করে, আমি একদিন ও না দেখিলাম তারে। কাঁপিত হৃদয় প্রতিক্ষণ কখন চলে যাও ত্যাগী এই আশঙ্কায় যেমন তোমার অভিমানী মন জা‌নি, চলে গেলে আর ফিরিবেনা তায়। গড়েছিলাম এই খেলাঘর অবুঝ বেলায় তোমার কঠিনতম শর্তে তখন তো বুঝি নাই, সামান্য অবহেলায় তুমি ছেড়ে চলে যাবে, মূহুর্তে। সেই ভাঙা-গড়ার খেলায় উচ্ছসিত জয়ের আনন্দে, দেখি নাই তোমার বেদনা ডুবেছিলাম কি এক মত্ততায় জানি নাই সে যে তোমারই হারার ছলনা। ক্ষণিক তোমায় পেয়ে ভেবেছিলাম বুঝি তুমি চিরকালের বুঝিনি পাওয়ার সাধনার চেয়ে কঠিনতর ধরে রাখিবারের। "বল তো কেমন এটা?" যেদিন বানিয়ে পুতুল শুধালে আমার পুতুলের রুপে মুগ্ধ আমি, ভুলিলাম সেই শর্তের কথা সকল প্রশংসা তোমার। বুঝিলাম ভুল, নিদারুন, যতক্ষণ তুমি ফিরে গেছ বহু দূরে থেমে গেছে হৃদয়ের কম্পন আরেকটি সুযোগের অপেক্ষায়, জানিনা কতকাল পরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।