আমাদের কথা খুঁজে নিন

   

হারানোর দিন শেষ হলো...

শিখতে চাই, অনেক কিছু শিখতে চাই...

কবিতা গান খুব ভালো লাগে। ভালো লাগে বলেই ভালোবাসি খুব। মাঝে মাঝে দু এক লাইন কবিতা লেখিও। সেই সাথে গল্প, নিজের ভালোলাগা মন্দলাগার অনুভূতিও খুব লেখে রাখি। লেখে রাখি বলাটা ঠিক হচ্ছেনা আসলে।

বলা উচিৎ লেখি। রাখাটা আর হয়না। কখনো কখনো ক্লাসের খাতায়, কখনো টেবিলে পড়ে থাকা পরিত্যাক্ত প্যাডে, আবার কখনো খবরের কাগজের এডের খালি জায়গাজুড়ে থাকে আমার লেখা। আমার সৃষ্টি! তারপর... খুব সময়ের ব্যবধানেই তা হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও আর পাওয়া যায়না।

নিজের লেখা হারালে কেমন লাগে? খুব খারাপ লাগে তাইনা? আমারও লাগে। আর তা-ই চিন্তা করলাম। ব্লগ লেখবো নিয়মিত। যা কিছু লেখার লিখে নিয়ে ব্লগে পোষ্ট করে দিব। অনেক আগেই ব্লগ সম্পর্কে জানি।

সামহোয়্যারে এসেছিও অনেকবার। পড়েছিও অনেকে লেখা। কিন্তু নিজে লেখিনি কখনো। আজ থেকে লেখবো। আজ থেকে জমিয়ে রাখবো আমার দিনগুলোকে।

যখন আমি থাকবোনা, তখনও আমার লেখাগুলো, আমার দিনগুলো থেকে যাবে আমার এই ব্লগে। লেখালেখির পাশাপাশি ব্লগে আমার উদ্দেশ্য থাকবে ভালো কিছু বন্ধু খুঁজে নেয়া। যারা আমার পাশে থাকবে সারা জীবন... আজ আর কিছু না-ই লেখলাম..!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।