কিছু দেখি নাই, কিছু শুনি নাই, কিছু বলি নাই কাউকে ঘৃণা করতে হলে তার জন্য কিছুটা হলেও করুণা থাকতে হয় মনে । প্রায় আড়াই বছর এমন এক মেয়েকে ভালবেসেছি যে আমাকে নয় বরং আমার ধর্মকেই ভালবেসেছিল । আজ আমি এক ধর্মের বলে যে আমাকে ভালবাসছে- কাল আমি অন্য ধর্মের বা নাস্তিক হলে সে যদি সরে যায় তবে তার এই মানসিকতার জন্য তাকে আমি ঘৃণাও করতে পারব না । এক আজব অনুভূতি হয়েছিলো তখন । এই অনুভূতি বোঝাতে এখনো কোনও শব্দ তৈরি হয়নি । যে মুখকে আমি মায়া বলে ধরে নিয়েছিলাম সেটা আসলে ছিল কিছু মাংসের খেল ! এখানে কেউ আছেন যে তার প্রেমি’র খোলস নিয়ে ভাবে না বরং অন্তরটা দেখার চেষ্টা করে ? সেরকম কেউ যদি থেকেই থাকে তবে সে আস্তিক হলেও ধার্মিক হতেই পারে না । কোনমতেই না । এইখানেই ধর্মহীনতার জয় । সাম্যের জয় হোক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।