আমাদের কথা খুঁজে নিন

   

প্রজাপতি

তোমাতে আমাতে আজ মাতামাতি স্বপ্ন গুলো মোদের যেন রঙিন প্রজাপতি ছুটছে তারা রঙিন পাখায় প্রাণের খেলায় পুষ্পবনের পুষ্প দোলায়। তুমি চঞ্চল হরিনী যেন কাজল কালো চোখে দিয়ে যাও স্বপ্ন এঁকে আমি উদাসী বাউল তাকিয়ে আছি চাতক চোখে। স্বপ্ন গুলো রঙ ছড়িয়ে ছটছে চলে প্রজাপতি হয়ে! যায়না তারে ছুঁয়া! ধূয়া ধূয়া ধূয়া ! চোখে নেশা ধরায় স্বপনের জাল বুনে যায় যায়না তারে ছোয়া ধূয়া ধূয়া ধূয়া। প্রজাপতি রঙিন পাখা মেলে রঙ ছড়িয়ে গেল রঙের নেশায় রঙিন এ মন তাই হলো এলোমেলো । ----------------------------- উৎসর্গ :- প্রজাপতি ..মোর প্রিয়া হবে এসো রানি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.