ছবির প্রজাপতি টি নাম Painted Lady । সারা বিশ্ব এই ধরণের প্রজাপতি দেখা যায়। আমাদের দেশেও এখনও এটা দেখা যায়। এদেশে হরহামেমা দেকা গেলেও সম্ববত এর কোন বাংরা নাম নেই।
আসুন একটু মন দিয়ে প্রজাপ্রতি টি দেখি।
এটা সাধারণত প্রজাপতি হিসাবে বেশ বড়সড়,২ থেকে ৩ ইঞ্চি। এটা কে চিনবার সহজ উপায় গাঢ় কমলা রংয়ের উপর কালো-কালো গোল ছোপ যুক্ত পাখার ধারগুলো সাদা কালো। কমলা পাখাগুলো রংয়ের মাত্রার বৈচিত্র মন কারবে । তবে সাদা ছোপগুলো কিন্তু ধপধপে সাদা নয়। ধৈর্য্য ধরে পাখার কালোর মাঝো সাদা আঁটির মত বলয় গুনলে দেখা যাবে প্রতি পাখায় এর সংখ্যা ৫।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।