নীরব চোখে সন্ধ্যালোকে খেয়াল নিয়ে করলে খেলা!
আমার আসাটা জরুরি নয়
তবু পথগুলো নত হয়ে গেল।
শাদা ঘোড়ার অলৌকীক কাহিনী
শুনতে শুনতে যাত্রার মধ্যেই
ঘুমিয়ে পড়েছিল মাত্রাহীন চোখ,
কীভাবে যে আসছি, ক্যামন করে
আসার কথা ছিল আমি ভুলে গেলেও
পথ ভুলেনি; তাই এই আসা...
আজ মুখরতা আমার নয়, নয় থমকে
থাকা। আমার শরীরের আঁতরের ঘ্রাণ
তোমার নাকে পৌঁছবার আগেই উড়ে
গেছে বাতাসের ডানা-
বারবার মেঘে মেঘে ফিরে আসে
পথে হারানো পথ; জ্যোৎস্নায় ধুয়ে ফেলা
ক্ষত। কী করে পোশাকের ভাঁজে
লুকিয়ে রেখেছি যন্ত্রণার দিন
আজ শুধু বাড়তেই থাকে স্পর্শে ঋণ
নিঃশ্বাসে বেজে ওঠে বিষাদ বীণ-
তাই ফের এসেছি হতে তোমাতে বীলিন।
-তুমি কী ঘুমালে ডানাভাঙ্গা প্রজাপতি?
নীচে নেমে দ্যাখো হাজির আমি দুঃখের সেনাপতি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।