অনেক কষ্ট করে লিখেছিলাম কিন্তু সেভ করতে গিয়ে মুছে গেছে। মাথা .....
দেশ থেকে আশার পর গত দু মাসে ছবি তোলার উদ্দেশ্যে কেথাও যাওয়া হয়নি। অনেক দিন ধরেই কোন লোকেশান খুজছিলাম 15-20 মাইলের ভেতর যাতে দিনে দিনে অন্য কাজের পাশা পাশি ঘুরে আশা যায়। পেলাম "London Butterfly House" এর সন্ধান । বাসা থেকে প্রায় ঘন্টা খানেকের পথ।
যদিও ম্যাপ এবং পথ নির্দেশনা নিয়েছিলাম তারপরও খুঁজে পেতে কিছু সময় লেগেছে। অনেক বড় এক গ্রীন হাউসে artificially তাপ নিয়ন্ত্রনের মাধ্যমে বাগান করে বিভিন্ন ধরনের প্রজাপতির বাসযোগ্য পরিবেশ তৈরী করা হয়েছে। নানা রকমের ফুলের গাছ, কৃত্রিম লেক,লেকের ওপর দিয়ে কাঠের পুল...
ফুলে ফুলে ছুটে বেড়াচ্ছে বিভিন্ন আকার এবং রঙের কয়েক'শ প্রজাতির প্রজাপতি।
বাহিরে যথেষ্ট ঠান্ডা হলেও ভেতরে যথেষ্ট গরম এবং আদ্রতাপূর্ন আবহ। ঘেমে নেয়ে যাচ্ছিলাম,ক্যামেরার লেনস,স্ক্রীণ সব ঘোলা হয়ে যাচ্ছিল।
..যাইহোক ক্যামেরা কাধে ছুটলাম প্রজাপতির পেছন পেছন কয়েক ঘন্টা। ষ্টাফদের আন্তরিকতা ছিল অত্যান্ত বন্ধু সুলভ। প্রায় শ'দুয়েক ছবি তুলে ক্ষান্ত দিলাম। গ্রীন হাউসের বাইরেই ছিমছাম গোছানো একটি সুভ্যেনির সপ...
অনেক ভাল লেগেছে এ ব্যাতিক্রমধর্মী অভিজ্ঞতা time and money welll spent
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।