মানুষের জীবনে প্রজাপতিগুলো ওড়ে মাঝে মাঝে নাচে কখনো গান গায় কখনো জীবনে আসে আর কখনোবা চলে যায় কিছু জানা কিছু অজানা কেও কাছে আসে কেও পাশে বসে কেও কামরায় কেও বা হুল ফোঁটায় কেও ধরা দেয় কেও দেয় না কেও ধরা দিতে দিতেও দূরে চলে যায় কেও স্বপ্ন দেখায় কেও স্বপ্নে ওড়ায় কেও স্বপ্ন ভাংগে নির্লিপ্ত ভালোবাসায় কখনো জীবনে আসে উঁকি দিতে কখনো আসে জীবন হয়ে ভালোবেসে কখনো মাথায় করে রাখে কখনো ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনের কোনে কখন হাত বাড়ায় জীবন দিতে কখনো হাত বাড়িয়ে ডেকে নেয় মরনের পানে আমি আর প্রজাপতিগুলো সব জানা আর অজানার মাঝে সম্পর্কের অনিশ্চয়তায় হাত বাড়িয়ে রই স্বপ্ন দেখার আশায় ........................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।