রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
আসমানী রঙের শাড়িতে ছোট ফুল সাদা
সিঁদুর গোলাপে ভরা খোপা;
চাঁদ মুখের তুমি সদ্য ফোটা
দেখে থমকে যায় দখিনা হাওয়া।
তোমার চুলের এক ঝাপটায়
আমার ফাগুন কলি মেলে যায়।
প্রকৃতির খেলা সবেতে
অনেক কিছু ঝাপসা মনেতে।
দেখি মেলে তাই এক পলক
প্রজাপতির ডানায় কিসের এত ঝলক!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।