মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত। https://www.facebook.com/altamash.bd ২০১১ সালের ১৪ই ডিসেম্বরে লেখা আমার একটি কবিতা। স্বাধীনতা করেছি অর্জন চল্লিশ বছর হল পার। আজও কি হয়েছে নিশ্চিত সকলের সমান অধিকার? খাদ্য, বস্ত্র, চিকিৎসা শিক্ষা ও বাসস্হান, পেয়েছে কি সবাই, ঘুচেছে কি ব্যাবধান? বৈষম্য কমেছে কি আজও ধনী ও গরিবে? এত বিজয়ের করি আনন্দ কিসের জন্য তবে? মাঝে মাঝে ভেঙ্গে পড়ি হতাশায় নিরবে-নিভৃতে কাদিঁ। দেশটা তো আমাদের-ই তাই আবারো আশায় বুক বাঁধি। ভাবি, সময়ের মুক্তিযোদ্ধারা একদিন এনে দিবে মৌলিক স্বাধীনতা। যাদের চিরকাল করবে স্মরণ এদেশের মজলুম জনতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।