চল্লিশ বছরের ডায়েরী খবরের কাগজ খুললেই খুন, ধর্ষণ, দূর্ণীতির খবর এসব খবর দেখতে আর ভাল লাগে না। ভেবেছিলাম ২০১২ আমাদের জন্য শুভ হবে ১১ তে যা হয়েছে তার চেয়ে কিছুটা ভাল হবে আমাদের নিয়মের যে উন্নতি তার চেয়ে বেশী হবে কিন্তু হায়! আমরা বেশীর দিকেই যাচ্ছি তবে তা উল্টো দিকে। আমরা কি আমাদের স্বপ্নের বাংলাদেশ পাব না ? যেখানে থাকবে না মারামারি, হানাহানি আর দূর্ণীতি। যে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা সারা বিশ্ববাসীর মুখে মুখে, যে দেশের সুন্দরবন প্রতিযোগিতা করে সপ্তাশ্চর্যের, যে দেশে আছে উন্নত পোশাক শিল্প, ঔষধ শিল্প, হাজারও শিল্পের সমারোহ, যে দেশের শ্রমিকের চাহিদা সারা বিশ্বে, যে দেশের মানুষ কঠোর পরিশ্রমে অভস্থ্য, যে দেশে জন্ম নিয়েছে ভাসানী, শেরে-এ-বাংলা, শেখ মুজিব, জিয়াউর রহমান, জগদীশ চন্দ্র বসুর মত গুণী ব্যক্তিরা, যে দেশে আছে ডঃ ইউনূস, ডঃ আবেদ হাসান, হুমায়ুন আহম্মেদ সে দেশে কিনা জঘন্য রাজনৈতিক সহিং¯্রতায় বলি হচ্ছে নিরীহ শিশু-কিশোর, সাধারন মানুষ, দূর্ণীতিতে ছেয়ে গেছে সমাজের সর্বস্থর, ক্ষমতার দাপটে রাত হচ্ছে দিন, হীন স্বার্থের কারণে যে যা পারছে করছে । কত কাল আর চলবে এভাবে? চল্লিশটি বছর দেখছি আর কত কাল দেখবো? এখন সময় এসেছে , বন্ধ কর সব সহিং¯্রতা, দূর্ণীতি, দানবীয় ক্ষমতার দাপট নচেৎ আমরা সাধারন যারা স্তব্ধ করে দিবো তোমাদের খেলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।