সাধারণ একজন মানুষ। ‘আমার পিতার মুখ’ প্রতিদিন মুখোসহীন মুখে, আমার স্বপ্নের চোখে, কিংবা জাগরণে দেখিনা অথবা করিনা অনুভব! যে জন্মদাতার রক্ত মিশে আছে শরীরের প্রতিটি কোষে যার ফলশ্রুতি আমার জীবনের প্রতিটি পদে পদে রাখে স্বাক্ষর; আজও যার পরিচয়ে পরিচিত আমি। পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় জ্ঞাতি সবাই শুধোয় ‘মরহুম অমুকের ছেলে’। স্কুল কলেজে অথবা চাকুরীতে যার নাম লেখা প্রয়োজন অবশ্যম্ভাবীভাবে। যে ব্যক্তি আমার জন্মদাতা তাঁর মুখ আজ পারিনা মনে আঁকতে! সে শিশুকালে দেখা গম্ভীর মুখ আবছাভাবে ফুটে কিছুটা মনে, মুছে যায় আবার। ‘বিছানায় কিংবা ইজি চেয়ারে আধশোয়া হয়ে পড়ছেন শরৎচন্দ্র অথবা কোনো ম্যাগাজিন রাজনীতি বিষয়ক আর হাতে প্রজ্জ্বলিত সিগারেট’- এটুকুই বারে বারে ভেসে ওঠে মানস পটে। আবার যায় হারিয়ে কোথায় অকূলে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।