আমাদের কথা খুঁজে নিন

   

দরিদ্র পিতার সন্তান

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। তুমি দরিদ্র সন্তান বলে,করোনা দুঃখ।

ঐ বাক্য দানে পিতার প্রাণ ব্যাথিত হয়, কাঁদে পিতিা গোপনে। তুমি দরিদ্র বলে, হাল ছাড়িয়া বসে থেক না। অনেকে দরিদ্র হয়েও পৃথিবীতে রেখে গেছেন অমর কৃতি। দরিদ্র ছিলেন মোদের নবী। তিঁনি পাহাড়,জঙ্গলে ভেড়া, বরকি,গরু চড়াতেন।

তিঁনি কোন ছোট্ট কাজে লাজ করতেন না। দরিদ্র জ্ঞ্যানীর ভূষন,অহংকার। দরিদ্র বলেই আজ আমি মহা খুশী। ধনির দেখেছি মহা কেলেংকারী। দেখেছি ধনিকে ভাড়াকরা নারীকে নিয়ে গাড়ীতে সেক্স মেটাতে।

নিউজ পেপারে পড়েছি, স্বদেশের বর্তমান প্রধান মন্ত্রী, সাবেক প্রধান মন্ত্রী চাদাবাজি করেছেন। এম,পি,মন্ত্রী চোরী করা থেকে শুরু করে দেশের প্রাণ হত্যা করেছেন। ও ভাই,তুমি দরিদ্র বলে, নিজেকে হেয় মনে করো না। তুমিই জগতের শ্রেষ্ঠ,যদি কেউ তুমার দ্বারা ক্ষতি প্রাপ্ত না হয়। তুমিই প্রভূর শ্র্রেষ্ঠ প্রিয়,যদি তুমার মধ্যে থাকে জীবের প্রতি ভালবাসা।

তুমি ঐ রাজার চেয়ে উত্তম, যে রাজার প্রতি দেশের জনগন অসন্তুষ্ট। আর,যদি তুমি ঐ রাজার বিরুদ্ধে যুদ্ধ কর তবে,তুমিই হবে প্রভূর সৃষ্টির শ্রেষ্ঠ মহাপ্রাণ। তুমি দরিদ্র বলে, নিজেকে দুঃখী মনে করো না। দুঃখ তুমার জন্য শুভা পায় না। শুভা পায় দুঃখ উচ্চবিলাসী, উচ্চকাঙা মানুষের জন্য।

তুমি দরিদ্র,তুমার কোন দুঃখ নাই। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.