পিতার হত্যার পর, মচ্ছব চলেছে -
ইতিহাসের হাত ও পা মচকিয়ে, তাকে বেঁধে রাখা
হয় হিংস্রতার লতাসদৃশ দড়িতে।
গলানো হয়েছে শিসা, গলানো শিসায়
মিশ্ররং মিশিয়ে তৈরী হয় কালোচশমা
পরিহিত মূর্তি, সে মূর্তি নাকি আমাদের
ত্রাণকর্তা? এইভাবে ত্রাণকর্তা সাজিয়ে সাজিয়ে
ঢোল বাজিয়ে বাজিয়ে বিকারগ্রস্ত-অন্ধ-বধিরেরা
মজবুত জুতো পরে --আস্তাবল থেকে
ঘোড়া নিয়ে চলার সুযোগ পেয়ে
বিহ্বল-বিকল প্রাণ নিয়ে হইচই করে, আর ভাবে --
এ চারনভূমিতে সবাই গৃহপালিত উল্লুক,
সকল মানুষ হিমঘরে জমিয়ে ফেলবে
তাদের চেতনা ও বিবেক-বোধ !
রচনাকাল : ২৪ শ্রাবণ, ১৪০৩
গ্রন্থ : কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।