আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশী ভাষায় রবীন্দ্রসংগীত

আমি তোমাদের গান গাই বাংলাভাষায় রবীন্দ্রসংগীত শুনেই আমরা অভ্যস্ত। অনেকেই জানি না রবীন্দ্রসংগীতের ইংরেজী, হিন্দী এমন কি ফ্রেঞ্চ, জার্মান ভার্সনও আছে। কিছু গান রবীন্দ্রনাথই ইংরেজী ও হিন্দীতে অনুবাদ ও সুরারোপের ক্ষেত্রে মুখ্য ভুমিকা রাখেন। কিছুগান পরবর্তীতে ভাষান্তর হয়। সব গানেই মুল সুর আর কথা প্রায় একই রাখা হয়েছে।

১। ওগো নদী আপন বেগে (হিন্দী)] Click This Link ২। পাগলা হাওয়ায় বাদল দিনে (হিন্দী) Click This Link ৩। ফুলে ফুলে ঢোলে ঢোলে (হিন্দী) Click This Link ৪। Come To Thee With a High Hope বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও (ইংলিশ) Click This Link ৫।

Tine is a Beginning তোমার হল সুরু (ইংলিশ) Click This Link ৬। Drink to me only with (কতবার ভেবেছিনু) - ইংলিশ Click This Link ৭। আনন্দধারা বহিছে ভুবনে - হিন্দি Click This Link ৮। Nancy lee (কালী কালী বল রে আজ) - ফ্রেঞ্চ Click This Link ৯। This wereness Forgive Me (ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু) - ইংলিশ Click This Link ১০।

Auld Lang Syne (পুরোনো সেই দিনের কথা) - ফ্রেঞ্চ/জার্মান Click This Link ১১। Go where glory waits thee (ওহে দয়াময়) - ইংলিশ Click This Link ১২। -Ye Banks And Braes (ফুলে ফুলে ঢোলে ঢোলে) - ফ্রেঞ্চ/জার্মান Click This Link ১৩। এই মনিহার আমার - হিন্দী Click This Link ১৪। বড় আশাকরে এসেছিগো - হিন্দী Click This Link ১৫।

চাদের হাসি বাধ ভেঙেছে - হিন্দী Click This Link ১৬ । মনে রবে কিনা রবে আমারে - হিন্দী Click This Link ১৭। পুরোনে সেই দিনের কথা - হিন্দী Click This Link ১৮। সহেনা যাতনা - হিন্দী Click This Link ১৯। এত টুকু ছোয়া লাগে - হিন্দী Click This Link ২০।

মম চিত্তে - হিন্দী Click This Link ২১। তুমি কেমন করে গান কর - হিন্দী Click This Link ২২। সেদিন দু'জনে - হিন্দী Click This Link ২৩। Robin adair (সকলি ফুরালো) - ফ্রেঞ্চ/জার্মান Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।