আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশী কৌতুক

!!!
এক মাতাল ফার্মেসীতে ঢুকে এক বোতল মাউথওয়াশ চাইলো। “আমি সেটা তোমার কাছে বিক্রি করবো না”, বিক্রেতা সাফ জানিয়ে দিলেন। “তুমি এ্যালকোহলের জন্য সেটা পান করবে এবং আমার এখানে অসুস্হ হয়ে ঝামেলা পাকাবে”। “আসলে বিষয়টি তা নয়!” মাতাল বুঝাতে চাইলো। “এক বছরের মধ্যে এই প্রথমবার ডেটিং করবো, এবং আমি একটা গুড ইমপ্রেশন তৈরি করতে চাইছি।

” “ওহ দুঃখিত, বিষয়টি আমি বুঝতে পারিনি। ” বললেন বিক্রেতা এবং এক বোতল মাউথওয়াশ কাউন্টারের উপর রাখলেন। মাতাল সেদিকে তাকিয়ে বললো, “ফ্রিজে রাখা ঠান্ডা মাউথওয়াশের বোতল দেয়া যাবে না?” এ্যাপার্টমেন্টের লবিতে হেঁটে যাওয়ার সময় নোটিশটি চোখে পড়লো “যারা এই গাছগুলিতে পানি দিচ্ছেন, দয়া করে আর দিবেন না। এগুলো এই ভবনের সম্পত্তি এবং যথাযথ লোক এগুলির যত্ন নিবে। এগুলোতো হয়তো ইতোমধ্যে পানি দেয়া হয়ে গেছে, এক্ষেত্রে আপনি হয়তো বেশী পানি দিয়ে দিয়েছেন।

এছাড়া এই গাছগুলি কিন্তু কৃত্রিম। ” লুসির স্বামী গাড়ি পাগল। সেজন্য তাদের ৫ম বিবাহ বার্ষিকীতে সে যে কার্ড দিয়েছিল তা লুসির ভাল লেগেছিল। সেখানে লেখা ছিল, “আমার জীবনের শেষ ৭২,০০০ মাইল ছিল সবচেয়ে সেরা”। সন্তার জন্ম দেয়ার পর লুসি’র যে ৪০ পাউন্ড অতিরিক্ত ওজন বেড়েছিল তা আর সে কমাতে পারলো না।

সেজন্য সে তার স্বামীকে নিয়ে গেল শপিংয়ে ঢিলেঢালা পোষাক ক্রয়ের জন্য। সেখানে একটি কাপড়ের র‌্যাকে লেখা ছিল “ দ্রুত ১০ পাউন্ড লুকানো সম্ভব!” “দেখ,” লুসির স্বামী বললো “তোমার এই ধরণের ৪টি ড্রেস প্রয়োজন। ” চাকুরী প্রার্থীকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হলো, “আপনি কি কখনো বড় ধরণের অপরাধের জন্য শাস্তি পেয়েছিলেন? ” “না,” উত্তর দিলেন চাকুরী প্রার্থী। “আমার আগামী সপ্তাহে শুনানী আছে। ” _____________ নেট থেকে সংগ্রহ
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।