আশা ছলনে, আশার কূহকে
.....................................................................................................
স্বর্গের গেটে ডিউটি করার সময় সেন্ট পিটারের হঠাৎ বাথরুম পেল। তিনি যিশুখৃষ্টকে তার জায়গায় কিছুক্ষন দাড়াতে বললেন। যিশুখৃষ্ট ডেস্কের কাছে দাড়ালেন। সেখানে অনেক লোকজন স্বর্গে ঢুকার অপেক্ষায় ছিল।
লাইনে দাড়ান একজন বৃদ্ধ লোককে যিশুখৃষ্ট প্রশ্ন করলেন, "দাদু, পৃথিবীতে কি কি করে এলেন?"
বৃদ্ধ উত্তর দিলেন, "আমি একজন কাঠমিস্ত্রী ছিলাম।
আমার লম্বা দাড়ি ও সাদা চুল ছিল এবং আমি খুব গরিব ছিলাম। একদিন আশ্চার্যজনকভাবে আমার এক পুত্র জন্ম নিল। সে খুব বিখ্যাত হয়েছিল। সারা দুনিয়ার লোকজন বিশেষ করে বাচ্চারা তাকে খুব ভালবাসত"।
বৃদ্ধের কথা শুনে যিশুখৃষ্ট কাদতে কাদতে বৃদ্ধকে আবেঘঘন গলায় ডাকলেন, "বাবা"...
বৃদ্ধ অবাক হয়ে যিশুখৃষ্টের দিকে তাকালেন, তার চোখ ভিজে এল, "পিনোকিয়ো"....
......................................................................................................
একটা বড়মাপের ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজার তার নতুন সেলসম্যানের কাজ দেখতে এলেন।
"তুমি আজ কতজন লোকের কাছে জিনিসপত্র বিক্রি করেছ?"
"একজন, স্যার", নতুন সেলসম্যান উত্তর দিল।
"মাত্র একজন"? ম্যানেজার বলল, "এটা খুব হতাশাব্যঞ্জক। তা কত টাকার জিনিস বিক্রি করলে তার কাছে?
সেলসম্যান উত্তর দিল, "৫৮,৩৩৪ ডলার, স্যার"।
বিষ্মিত ম্যানেজার তাকে বিষয়টা সবিস্তারে বর্ননা করতে বললেন।
"প্রথমে আমি তার কাছে একটা বড়শি বিক্রি করি, তারপর একটা লোহার রড ও আক রিল সুতা বিক্রি করি", সেলসম্যান বলল, "তারপর আমি তাকে প্রশ্ন করি তিনি কোথায় মাছ ধরার পরিকল্পনা করছেন।
তিনি বললেন সমুদ্রতীরের কথা। আমি তখন বললাম তার একটা নৌকার প্রয়োজন হতে পারে। তখন তিনি একটা সাত মিটার লম্বা নৌকা কিনলেন। ..যখন তিনি বললেন যে তার ভক্সওয়াগন সম্ভবত নৌকাটা বহন করতে পারবেনা, তখন আমি তাকে অটোমোবাইল ডিপার্টমেন্টে নিয়ে গেলাম এবং তার কাছে একটা বড় চারচাকার গাড়ি বিক্রি করলাম"।
চমৎকৃত ম্যানেজার প্রশ্ন করলেন, " বড়শি কিনতে আসা একটা লোকের কাছে তুমি এতকিছু বিক্রি করলে?
"না স্যার", সেলসম্যান বলল, " তিনি আসলে তার স্ত্রীর মাইগ্রেনের জন্য এক বোতল অ্যাসপিরিন কিনতে এসেছিলেন।
আমি তাকে বললাম, উইকএন্ড তো এসে গেল। আপনি মাছ ধরতে যেতে পারেন"।
,....................................................................................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।