থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
অনেকে বলে থাকেন বিদেশে আমাদের ইমেজের সমস্যা আছে। আমরা ভিক্ষা আনার জন্য কখনো বন্যা, কখনো দুর্ভিক্ষ, কখনো খরা ইত্যাদিকে কুমিরের ছানা হিসাবে ব্যবহার করেছি। এখন কিন্তু আর সেই সব দেখিয়ে আমরা ভিক্ষা পাই না। উল্টা বিদেশীদের আমরা বলি, ‘আমাদের দেশে আপনারা আসুন, বিনিয়োগ করুন’।
সব কিছু শুনে তারা আমাদের দেশে আসেন, এবং যা দেখেন, তার পরে কিছু থেকে যান, আর সিংহ ভাগই চলে যান।
যারা থেকে যান, তারা ধীরে ধীরে আমাদের মতই হয়ে যান। তারা জানেন এ দেশে থাকতে হলে এ দেশের মতই থাকতে হবে। তাই উনারা দূর্নীতিতে অভ্যস্থ হয়ে যান, ঘুষ দেন, গরিব লোকদের উপেক্ষা করেন, মিথ্যা কথা বলেন, মুনাফা করার জন্য উদ্গ্রিব থাকেন। এক কথায় বলা যায় আমাদের প্রায় সব গুণাগুণই তাঁরা রপ্ত করে ফেলেন।
তাই তাদের জন্য তাদের নিজেদের দেশে বসবাস করা এ দেশের তুলনায় বেশ কঠিন হয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।