আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশী সা ই ট

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

টেসদ্বক্যাফে ডট কম একটি আত্ম-নিরীক্ষণমহৃলক বিদেশী ওয়েবসাইট। ইন্টারনেটে বিনামহৃল্যে নিজের আইকিউ বা বুদব্দিমত্তা যাচাই করার জন্য এটি চমৎকার একটি সাইট। আইকিউ-এর পুরো অর্থ হচ্ছে ইন্টিলিজেন্স কোশেন্ট। ইন্টিলিজেন্স অর্থ বুদব্দিমত্তা এবং কোশেন্ট অর্থ ভাগফল।

এর দ্বারা বোঝা যায় একজন ব্যক্তির মানসিক যোগ্যতা তার সমবয়সী অন্য ব্যক্তি অপেক্ষা কিরূপ। এটি একটি মনোবৈজ্ঞানিক পরীক্ষা। সাধারণত কিছু প্রশেম্নর উত্তরের মাধ্যমে বুদব্দিমত্তা যাচাই করা হয়। সারাবিশ্বের মতো বাংলাদেশেও বিসিএসসহ বিভিল্পম্ন প্রতিযোগিতামহৃলক পরীক্ষায় আইকিউ টেসদ্বের মাধ্যমে প্রার্থীর মানসিক শক্তি যাচাইয়ের প্রচলন রয়েছে। টেসদ্বক্যাফে ডট কম সাইটটিতে প্রায় 25টি বিভাগে নিজের আইকিউ যাচাই করা সল্ফ্ভব।

এসব আকর্ষণীয় ও জনপ্রিয় আইকিউ টেসদ্ব পদব্দতিগুলো ক্যারিয়ার টেসদ্ব, ব্রেইন টেসদ্ব, রিলেশনশিপ টেসদ্ব, পারসনালি টেসদ্ব ও হেলথ টেসদ্ব এ পাঁচটি বিভাগে ক্যাটাগরি অনুযায়ী সাজানো আছে। এসব বিভাগ থেকে মাত্র 10 মিনিটের মধ্যে এবং 32টি প্রশেম্নর উত্তর দিয়ে প্রাপ্টস্ন স্ট্কোর সাপেক্ষে নিজের মানসিক শক্তি, যোগ্যতা, বুদব্দিমত্তা, নেতৃত্বের গুণাবলী, স্ট্মার্টনেস ইত্যাদি সমঙ্র্কে একটি স্ট্বচ্ছ ধারণা পেতে পারেন। এছাড়াও কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা, অবস্ট্থান, মোটিভেশন পাওয়ার, ঘুমানোর পদব্দতিটি স্ট্বাস্ট্থ্যসল্ফ্মত কিনা, অর্থনৈতিক বুদব্দিমত্তা ও সক্ষমতা, বল্পব্দু হিসেবে নিজে কেমন বা অভিভাবক হিসেবেই বা নিজে কেমন ইত্যাদি নানা জীবনঘনিষ্ঠ বিষয়ে নিজেকে যাচাই করে নিতে পারবেন। এছাড়াও সাইটটিতে বিভিল্পম্ন মজার মজার কুইজ ও গেমের ব্যবস্ট্থা রয়েছে। যা নিজের আইকিউ লেভেলকে আরো বাড়িয়ে নিতে সাহায্য করবে।

তবে সবার আগে অবশ্যই সাইটটির সাইনআপ বিভাগে প্রবেশ করে নিজের নাম, পাসওয়ার্ড ও মেইল অ্যাড্রেস লিখে সাইটটিতে রেজিসদ্ব্রেশন করে নিতে হবে। এসব টেসদ্বের কার্যকরী ফলাফল পেতে অবশ্যই ঠা-া মাথায় প্রশম্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। এজন্য অবশ্যই ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। অন্যথায় প্রশম্ন বুঝতে সমস্যা হতে পারে। অবকাশে এ মজার সাইটটি থেকে একবার ঘুরে আসতে পারেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।