আমাদের কথা খুঁজে নিন

   

প্রজাপতি প্রভাব ও একটি চলচিত্র

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . আমার জানা বিভিন্ন scientific theory গুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে সুন্দর ও মজার theory এর একটি হল "The chaos theory"। থিওরি টা একটু জটিল। তাই বর্ণনা করা কঠিন। কিন্তু chaos theory এর সবচেয়ে interesting part হল "Butterfly Effect" যেখানে বলা হচ্ছে আজ ছোট কোন প্রজাপতির ডানা ঝাপটানো থেকে এক সপ্তাহ পরে সৃষ্টি হতে পারে ভয়ানক ঘূর্ণিঝড়। মোট কথা কোন একটা সিস্টেম এর প্রাথমিক অবস্থায় খুব ক্ষুদ্র কোন পরিবর্তর final state এ খুব বিশাল difference নিয়ে আসতে পারে।

এই থিওরি টি আসলে একটি mathematical hypothesis যেখানে একটা সিস্টেম এর ২ টা state এর মধ্যে dependency নিয়ে আলচনা করা হয়েছে। এই মজার থেওরি নিয়েই নির্মিত হয়েছে একটি বিজ্ঞানভিত্তিক চলচিত্র। নাম দেয়া হয়েছে থিওরিটি থেকেই; The Butterfly Effect (2004)। যারা science fiction এর fan তাদের মুভি টা miss করা উচিত হবে না। মুভি টার আরও ২ টা sequel রয়েছে।

কিন্তু ওই ২ টার making এতটা ভাল হয় নি। কিন্তু এই প্রথম টা বেশ উপভোগ্য। আগেই বলে রাখি মুভি টি দেখতে গেলে আগে অবশ্যই "Butterfly Effect" ও "The chaos theory" সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারনা নিয়ে নিতে হবে। না হলে মুভি টা বুঝতে বেশ সমস্যাই হবে। থিওরি গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্ক ২ টি ভিসিট করুন।

Chaos theory Butterfly effect মুভিটির imdb লিঙ্ক মুভিটির মাত্র 600MB এর awesome একটি 720p bluray torrent download link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.