একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
শুষ্ক সাদা মেঘে যেমন ভরে আছে আকাশের বুক
তেমনি কষ্টের অঝর ধারায় ভিজে আছে চোখ।
আজ আমি শোকে হয়ে গেছি পাথর
কষ্ট আমাকে বদলে দিয়েছে
করেছে নিথর।
কখনও কি বুঝেছ কষ্টের চাপা কান্না কত কষ্টকর
জানি বুঝবেনা কি যে শোকের পাথর
আজ আমি হয়ে গেছি নিরবে নিথর।
শুভ্র আকাশ জুড়ে আছে নির্মল বাতাস
কখনও কি দুঃখের সাথী করেছ সেই বাতাস?
সাগরের বুকে যেমন বয়ে যায় ঢেউ
তেমনি আমার কষ্টটা বুঝলনা কেউ।
কেউ বুঝতে চাইলনা কি যে শোকের পাথর
তুমিও কি হয়ে গেছ তেমনি স্বার্থপর
আজ আমি হয়ে গেছি নিরবে নিথর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।