আমাদের কথা খুঁজে নিন

   

একটি মানুষ শুয়ে আছে, নিথর...

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে.. একটি মানুষ শুয়ে আছে, নিথর... তার হাত, যেন নন্দিত নুহাশ পল্লীর ছায়া খুঁজে খুঁজে অতঃপর ক্লান্ত, নিশ্চুপ তার চোখ, যেন হিরন্ময় নতুন হিমু সৃষ্টির নেশায় এখনো উন্মুখ...! একটি মানুষ শুয়ে আছে, নিথর তার মৌন নির্বাক এক কিংবদন্তীময় কলম বেদনায় প্রলম্বিত হতে হতে বৃষ্টিতে ঢেকে ফেলছে সারা শহর- শহরের অলিগলি। অশ্রুসিক্ত এক শীতের সকাল হয়ে তার পায়ের কাছে জমে যাচ্ছে শ্রদ্ধাবনত যতো শিশির। তার চোখের অপলক পাপড়ি ঢেকে দিচ্ছে গাঢ় মমতায় শহরের আকাশ ভেঙে ছুটে আসা যতো মেঘ। একটি মানুষ শুয়ে আছে, নিথর.. শুধু তার থেমে পড়া লেখার খাতায় লিখে রাখা শব্দেরা আজ কথা বলছে খুব শুধু তার শব্দেরা জীবন্ত কিংবদন্তী হয়ে কাঁধে নিতে পারছে তার কালজয়ী এই শব.. তার ফুল্ল বাগান সমেত শূন্যতা, অপরিসীম ! ...........................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.