সুখীমানুষ
গতি নেই গন্তব্যও না
একলা চলি, একলা থামি
একলা আমার পথ চলা।
বসি
বসেই থাকি
যাত্রী ছাউনি
ভালোই লাগে।
ব্যাস্ত মানুষ
সত্য মিথ্যা
কত কথা
কত ব্যাস্তা মানুষ সবাই।
আমর কোন সত্য নেই, মিথ্যাও না।
আমার কেবল পথ চলা
পথেই থামা
একা একা
একলা একলা।
ভয় বড় হয়, যদি তুমি
দেখ কভু এমন আমায়।
কষ্ট পাবে।
কষ্ট কি গো?
তুমি কেবল সুখে থেকো
তোমরা সবাই সুখে থেকো।
আমি তো সুখেই আছি
সুখেই থাকি
সুখীমানুষের কি কোন কষ্ট থাকে?
থাকলে হয় কি?
তুমি কেবল সুখেই থেকো,
প্রমিজ বলো।
আমি তো সুখেই আছি
সুখেই থাকি
সুখীমানুষ।
১-১১-০৯, ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।