চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর
ইহকালীন এবং পরকালীন মেধার সর্বোচ্চ পর্যায়ের অধিকারি টগবগে এক তরুণ। নাম হাফেজ তাওহীদুল ইসলাম। দাখিল এবং আলিমে গোল্ডেন A+ পেয়ে ভর্তি হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিষয়ে উচ্চতর শিক্ষা লাভের আশায়। স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক হবার। সেই স্বপ্ন বাস্তবায়নে সেখানেও প্রথম বর্ষে প্রথম স্থান লাভ করে মেধার স্বাক্ষর রাখতে শুরু করেছিলেন।
সাথে সাথে হাফেজে কোরআন হিসেবে তারাবীহ পড়াচ্ছিলেন চট্টগ্রাম নগরীর একটি মসজিদে। গতকাল ছিল তারাবীহর শেষ দিন। সে মোতাবেক তারাবীহ পড়িয়ে সম্মানী নিয়ে রাতে বাসায় ফিরছিলেন পরদিন গ্রামের বাড়ি মিরশ্বরাই গিয়ে ঈদ করার জন্য। কিন্তু আল্লাহ্ হয়ত তারাবীহ খতমের সাথে সাথে তার জীবনের খতমও লিখে রেখেছিলেন। বাসায় আসার পথেই ফিরোজ শাহ কলোনীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতেই শহীদ হলেন তিনি।
সাথে সাথে একটি উদীয়মান সুর্যেরও সমাপ্তি ঘটলো আলো ছড়াবার আগেই।
একদিকে ভাবলে কি সৌভাগ্যবান বলা যায় হাফেক তাওহীদকে। কোরআন নাজিলের মাসে একজন হাফেজে কোরআন তার প্রভুর বানী সবাইকে শুনিয়ে শেষ করে জীবনও শেষ করলেন। অন্যদিকে ভাবলে ক্ষুদ্ধ হয়। কারন দেশের আইন শৃংখলার কি মারাত্নক অবনতি ঘটলে শহরের প্রাণকেন্দ্রে একটা ছেলেকে এভাবে প্রান হারাতে হয়।
এভাবে মেধাবীরা একে একে ঝরে যাবে। আমরা অর্বাচিনগুলা বেঁচে থাকবো। এটায় আমার দেশ-এটায় আমার ভবিষ্যৎ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।